বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পটোলের কেজি ৭ টাকা

বিক্রির জন্য পাইকারি বাজারে আনা হয়েছে পটোল। ছবি : কালবেলা
বিক্রির জন্য পাইকারি বাজারে আনা হয়েছে পটোল। ছবি : কালবেলা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রচুর পরিমাণে পটোল উৎপাদন হচ্ছে। এসব পটোল স্থানীয় চাহিদা মিটিয়ে ব্যবসায়ীদের হাত ধরে চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। উৎপাদন বেশি হওয়ায় হাটবাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম না পেয়ে হতাশ কৃষকরা।

উৎপাদন খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এ বছর ১ হাজার ২৫৫ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাতের পটোলের আবাদ হয়েছে। যা থেকে ২৩ হাজার ২২০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা।

সবজি ভাণ্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা দিনাজপুর। জেলার মাঠে মাঠে এখন বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। বিস্তীর্ণ মাঠে এখন দেখা মিলবে পটোল, বেগুন, করলা, কাকরোল, ঢেঁড়স, লাউ ও বিভিন্ন শাকসবজি। তবে অন্যান্য সবজির তুলনায় এখন প্রচুর পটোলের আবাদ হয়েছে। মৌসুমের শুরুতে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টিতে পটোলের উৎপাদন কম হয়েছিল। গত একমাস আগেও ৪০-৫০ টাকা কেজি বিক্রি হয়েছিল। বর্তমানে উৎপাদন বেশি হওয়ায় পাইকারিতে ৭-১২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

দিনাজপুরের বিরামপুরে মঙ্গলবার ও শনিবার সাপ্তাহিক হাটবার। ভোরের আলো ফোটার পর কেউ সাইকেল, ভ্যান, অটোরিকশা আবার কেউ কাঁধে করে পটোল বিক্রির জন্য নিয়ে আসেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা পটোল এ হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। এদিন হাটে প্রতিকেজি পটল ৭-১২ টাকায় বিক্রি হয়। যা গত হাটেও ছিল ১৫-১৬ টাকা। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দিয়েছে, আবার ওজনেও বেশি নিচ্ছে।

সদর উপজেলার ভেলারপাড় গ্রামের কৃষক আব্দুল হালিম মণ্ডল বলেন, গত বছর ১২ কাঠা জমিতে পটোলের আবাদ করে প্রায় ৬৫ হাজার টাকা বিক্রি করেছিলাম। এ বছরও একই পরিমাণ জমিতে পটোলের আবাদ করা হয়েছে। মৌসুমের শুরুতে ভালো দাম পেয়ে লাভবান হওয়া গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে পটোলের উৎপাদন ভালো হচ্ছে। বর্তমানে উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। এখন পর্যন্ত ২৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ১৮ কাঠা জমিতে পটোলের আবাদ করেছি। প্রতি বিঘা জমিতে পটোলের আবাদে খরচ হয় ২৫-৩০ হাজার টাকা। যা এক মৌসুমে ৯০ হাজার থেকে লক্ষাধিক টাকার বিক্রি হয়ে থাকে। তবে সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ফসল উৎপাদনে খরচ বেড়েছে। সে তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। ৬৫ কেজি পটোল তুলে হাটে পাইকারি বিক্রি করলাম ১০ টাকা কেজি।

মুকুন্দপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ১৮ কাঠা জমি থেকে সপ্তাহে আড়াই মণ পটোল ওঠানো হয়। ১০ টাকা কেজি হিসাবে দাম পাওয়া যায় ১ হাজার টাকা। সেখানে কীটনাশক দিতে খরচ হয় ৪০০-৫০০ টাকা। সবকিছুর দাম বেশি। কিন্তু ফসলের দাম পাওয়া যায় না।

পাইকারি ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, সাপ্তাহিক মঙ্গলবার ও শনিবার হাটবার। তবে শনিবারের হাটটি বড় হয়। হাটে প্রচুর পটোলের সরবরাহ হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পটোল ৫-৬টি ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। প্রতিটি ট্রাকে প্রায় দেড় লাখ টাকার পটোল থাকে। প্রতি হাটে প্রায় ৮ লক্ষাধিক টাকার বেচাকেনা হয়ে থাকে। তবে সবজিতে পানি থাকায় ৪২ কেজিতে মণ ক্রয় করা হয়।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান বলেন, দিনাজপুর জেলায় এবার ৪৭০ হেক্টর জমিতে পটোল চাষ হয়েছে। গত বছর পটোলের আবাদ হয়েছিল ৪৬০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হচ্ছে। মৌসুমের শুরুতে বাজার কিছুটা ভালো থাকলেও বর্তমানে দাম কমেছে। তবে কিছুদিনের মধ্যে অন্যান্য সবজির পরিমাণ কমে গেলে আবারও বাড়বে পটোলের দাম। এতে কৃষকরা লাভবান হবে। তবে কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান জানান, এ বছর বেশি পরিমাণ পটোল উৎপাদন হওয়ার কারণে বাজারে পটোলের চাহিদা মেটানোর পরও অতিরিক্ত পটোল থাকছে। ফলে পটোলের দাম কমে গেছে।

বিরামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, এ বছর বিরামপুর উপজেলায় ৪৪ হেক্টর জমিতে পটোল চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পটোলের বাম্পার ফলন হয়েছে। ফলে পটোলের দাম কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ

গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

বিপিএল : নোয়াখালীর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যিনি

হাসিনা-টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক

মৃত্যুর পর ভাই-বোনের কি আর দেখা হবে না? যা বলছেন আহমাদুল্লাহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

পরিবার সঞ্চয়পত্র নিয়ে যা যা জানা দরকার

হাত-পা বাঁধা অবস্থায় মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের

১০

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

১১

চলন্ত গাড়ির ছাদে তরুণ-তরুণীর কাণ্ড ভাইরাল

১২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

১৩

সাগরে গভীর নিম্নচাপ, শীত নিয়ে নতুন বার্তা

১৪

ডিসেম্বরের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

১৫

টিফিনের টাকায় রাশিয়ান মিগ-২৯ আদলে ‘বিমান’ বানালেন হাসিব 

১৬

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

১৭

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ 

১৮

বিশ্বের নামিদামি যেসব তারকা দল পাননি বিপিএলে

১৯

এশিয়ার বন্যায় ১ হাজার প্রাণহানি, সেনাবাহিনী মোতায়েন

২০
X