গাইবান্ধায় ফের বাড়ছে নদ-নদীর পানি। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুনরায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ঘাঘট ও তিস্তা নদীর পানি যথাক্রমে বিপৎসীমার ১১ ও ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকার মানুষ শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছেন।
বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, ভুট্টা, আউশ ধান ও আমন বীজতলাসহ আড়াই হাজার হেক্টরের অধিক জমির ফসল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। তাই দ্রুত সরকারি সহযোগিতা চান এসব বানভাসী মানুষ।
জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের ৪ উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা শুকনো খাবার, গো-খাদ্যসহ বিশুদ্ধ পানির প্রকট সংকটে পড়েছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, নদীর পানি বাড়তে শুরু হলেও বন্যা পূর্বাভাস তথ্য অনুযায়ী দুই থেকে তিন দিন পর পানি কমার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন