চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সেই ইউএনও

হাটহাজারী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। ছবি : কালবেলা
হাটহাজারী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন। ছবি : কালবেলা

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে পুরস্কারের বদলে ‘তিরস্কার’ শাস্তি পেয়ে আলোচিত তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) মোহাম্মদ রুহুল আমীনকে ‘অসদাচরণ’এর অভিযোগের শাস্তি থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩ এপ্রিল ১৩৪ নম্বর প্রজ্ঞাপনটি বাতিলপূর্বক তাকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করা হল।

এর আগে পুরস্কারের বদলে তিরস্কার করার ঘটনার জেরে দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যসমে সংবাদ প্রকাশ করা হয়েছিল।

মোহাম্মদ রুহল আমীন এখন বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামে সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ ও ২০২০ সালে হাটহাজারী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ব্যক্তিগত খরচে বিভিন্ন স্কুল ও সড়কের পাশে ৩০ হাজার বৃক্ষরোপণ করেন, যা দেশজুড়ে প্রশংসিত হয়।

পরে ২০২১ সালে তাকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত করা হলেও পরে তাদের বাদ দিয়ে এ পদক দেওয়া হয়েছে হাটহাজারী উপজেলা পরিষদকে। অথচ উপজেলা পরিষদ বৃক্ষরোপণ করেনি এমনকি বৃক্ষরোপণ পদকের জন্য আবেদনও করেননি। বৃক্ষরোপণের সঙ্গে পরিষদের কোনো সম্পর্ক ছিল না।

এমন পরিস্থিতিতে ২০২২ সালে ২৮ মে রুহুল আমীন পুরস্কারের বিষয়টি বিস্তারিত লিখে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র দেন। বৃক্ষরোপণ একজনের পুরস্কার আরেকজনের বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে সে সময় ফলাও করে প্রচার হয়। ওই ঘটনার প্রায় দুই বছর পর গত ৩ এপ্রিল হাটহাজারীর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনকে ‘তিরস্কার’ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃক্ষরোপণের জন্য প্রশংসিত এ কর্মকর্তাকে পুরস্কারের বদলে ‘তিরস্কার’ শাস্তির এ ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। ব্যাপক আলোচনার জন্ম দেয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে গত ৬ মে যথাযথ কারণ দেখিয়ে রুহুল আমীন বিভাগীয় মামলায় আরোপিত দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। তার আবেদন আমলে নিয়ে জনস্বার্থে বৃক্ষরোপণ করায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

গত ৩ এপ্রিল মোহাম্মদ রুহুল আমীনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’এর অভিযোগে তিরস্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মোহাম্মদ রুহুল আমীনের ওপর আরোপিত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের জন্য মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের অপুলিপি চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেন।

কিন্তু ২২ এপ্রিল এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষীদের অপুলিপি সরবরাহ করা সম্ভব নয় বলে জানায় মোহাম্মদ রুহুল আমীনকে। পরে তিনি ওই সকল তথ্য ছাড়াই নিজস্ব প্রমাণসমূহ দিয়ে তার ওপর আরোপিত দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করেন মহামান্য রাষ্ট্রপতির কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে তপশিল না হলে ফেব্রুয়ারির প্রথমে নির্বাচন সম্ভব নয় : দুলু

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিভাসুর সমঝোতা

প্রত্যাহার করা ২০ ডিসিকে যেসব মন্ত্রণালয়ে পদায়ন

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে পর্যটকের আত্মহত্যা

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের পদকজয়ী আর্চাররা

রূপায়ণ সিটিতে ‘গজল নাইট’, সুরের জাদুতে মুগ্ধ অতিথিরা

বন্দুকের উপর কুকুরের আচমকা লাফ, গুলিবিদ্ধ মালিক হাসপাতালে

আগামী নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : ডা. তাহের

রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

১০

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন ঘোষণায় বিপাকে জনগণ : গোলাম পরওয়ার

১১

ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন ছাত্র-জনতা

১২

নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ : মাসুদুজ্জামান

১৩

আখতার হোসেনকে ১ ঘণ্টা সময় দিলেন সেই মুনতাসির

১৪

ভাই চট্টগ্রামে গেছে, সেখানে তাকে মানুষ খুন করেছে : আশরাফুলের স্ত্রীকে জরেজ

১৫

আনচেলত্তির ব্রাজিল নিয়ে বিশ্বকাপে আশাবাদী ভিনিসিয়ুস

১৬

পুলিশের বাধায় পণ্ড জাপার কর্মী সমাবেশ

১৭

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ইমানি মৃত্যু লাভ হয়

১৮

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলি ঠাকুর

১৯

মামলা করায় যাত্রাশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে মারধর

২০
X