রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

দারিদ্র্যকে এক সময় জাদুঘরে পাওয়া যাবে : এলজিআরডি প্রতিমন্ত্রী

তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা
তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লির মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা কাজ করেছেন। আমরাও তার দেখানো পথেই এগিয়ে যেতে চাই। বর্তমানে দেশে অতিদরিদ্রের হার মাত্র ৫.৬ শতাংশে নেমে গেছে। বাংলাদেশ অচিরেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। এক সময় দারিদ্র্যকে জাদুঘরে পাওয়া যেতে পারে।

রোববার (১৪ জুলাই) রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ তালের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশকে প্রাধান্য দিয়ে ২০১৭ সালে প্রধানমন্ত্রী বজ্রপাত থেকে রক্ষা পেতে সারা দেশে রাস্তার দুই পাশে তালগাছের চারা-আঁটি রোপণের জন্য নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দুর্গাপুরে ১২০০ তালগাছের চারা রোপণ করব। বজ্রপাতের হাত থেকে আমাদের কৃষক ভাইদের রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, কৃষক বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। তাছাড়া, এর উপকারিতার মধ্যে তালপাতার পাটি, তালপাতার পাখা, তালের রস, তালের গুড়, তালের শাঁস ও তালের পিঠা অনন্য। সর্বোপরি এই তালগাছ দুর্গাপুরের সৌন্দর্যবর্ধক হিসেবে কাজ করবে।

এরপর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, অসহায় দরিদ্র ব্যক্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও ব্যক্তিদের পুনর্বাসন ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন, নানারকম কৃষি উপকরণ, দুস্থদের মাঝে চেক বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, দুর্গাপুর, রাজশাহী কর্তৃক আয়োজিত অপর কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ পল্লির সুবিধাভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, বকনা বাছুর এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সমাজের সর্বস্তরের সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে স্মার্ট বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো হতাশা বা দারিদ্র্য। সবার ঐকান্তিক চেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ ‘প্রাচ্যের সুইজারল্যান্ড’ হবে আমাদের এই দেশ।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান ফিরোজ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

১০

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১১

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১২

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১৩

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৪

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৫

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৬

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৭

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৮

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৯

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

২০
X