ঢাকার ডেমরায় ফারদিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ককটেল বিস্ফোরণ ফাটিয়ে ও গুলি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান মালিকসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডেমরার কোনাপাড়া আল আমিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের ককটেল হামলা, গুলি ও ধারলো ছুরির আঘাতে দোকানমালিকসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- স্বর্ণ দোকানের মালিক মনির হোসেন, শো. শিহাব, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ বাপ্পি ও মো. কাইয়ুম। এ সময় আল আমিন নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে কোনাপাড়ার জনি মার্কেটের ফারহিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ৪-৫ জন ডাকাত স্বর্ণ লুট করতে এসে এলোপাতাড়ি গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে। তারপর দোকান থেকে প্রায় শতাধিক ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তাদের বাধা দিতে চাইলে ডাকাত দলের ছুরিকাঘাতে পাঁচজন আহত হন।
ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে ডাকাত দল মনিরের জুয়েলারি দোকানে ডাকাতি করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। এ সময় আল-আমিন নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক ডাকাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন