ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্রের দশআনি নদের ভাঙনে দিশাহারা এলাকাবাসী

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র শাখার দশআনি নদে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র শাখার দশআনি নদে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র শাখার দশআনি নদের পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ৪-৫ দিন থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব হরিণধরা ও পশ্চিম হরিণধরা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সোমবার (১৫ জুলাই) সকালে সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব হরিণধরা এলাকায় ও পশ্চিম হরিণধরা গ্রামে নদের পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত ১ মাসে ব্রহ্মপুত্র দশআনি নদের ভাঙনে বিলীন হয়েছে ২০টি বাড়ি ও ৫-৬ একর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ৩টি মসজিদ ও দুটি হাটবাজার। এ ভাঙনের কবলে পড়ে দিশাহারা হরিণধরা এলাকায় মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, গত বছর ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রকল্প কাজ ব্রিজের উত্তর পাশে করেছে। আমাদের এপাশে কোনো কাজ করেনি।

পূর্ব হরিণধরা গ্রামের মো. হাসেম আলী কালবেলাকে বলেন, ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ করে মাটি নিচের দিকে দেবে যাচ্ছে। গ্রামের মানুষজন রাতে অনেক আতংকে থাকে কখন কার বাড়ি নদীতে চলে যায়। এতে করে দিশাহারা হয়ে পড়েছেন তারা। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিনি যেন জামালপুর ইসলামপুরের ব্রহ্মপুত্র শাখার দশআনি নদের বাম তীরে স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা নেন।

পূর্বহরিণধরা গ্রামের হান্নান মিয়া কালবেলাকে বুকভরা বেদনা নিয়ে বলেন, ‘আমরা ত্রাণ চাই না, আমরা নদী শাসন চাই। কত লোকজন এলো ভাঙন দেইখা আশা দিয়া গেল, যে নদী আর ভাঙবো না। কিন্তু তারা যাওয়ার কিছুদিন যেতে না যেতেই নদীতে সর্বনাশা ভাঙন দেখা দেয়। আমাগরে দুঃখ-কষ্ট কেউ বুঝল না। আমরাও একসময় ধনী ছিলাম, নদীতে ভেঙে আমরা এখন পথের ফকির হয়ে গেছি।’

চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদের পশ্চিম হরিণধরা গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাখাওয়াত হোসেন কালবেলাকে বলেন, ব্রহ্মপুত্র নদের শাখা দশআনির পানি কমার সঙ্গে সঙ্গে পূর্ব হরিনধরা ও পশ্চিম হরিণধরা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ১ মাসে ২০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। যেভাবে নদীতে ভাঙন দেখা দিয়েছে, নদের ভাঙন দেখে এলাকার মানুষ দিশাহারা হয়ে পড়েছেন।

চর গোয়ালিনী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, ‘আমি এমপির নির্দেশনায় ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেছি। আপাতত তাদের জিআর-এর চাউল বিতরণ করেছি। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিলীন হওয়া পরিবারের তালিকা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, ‘বন্যার পানি কমার সঙ্গে সঙ্গেই স্থায়ী ব্যবস্থা করা হবে, আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর বাবাকে চড় মারলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

নির্বাচনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শেখ হাসিনাসহ ২৬১ জনকে নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি

ভেদরগঞ্জে গণসংযোগে ব্যস্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ

হোয়াইটওয়াশের হুমকিতে নড়েচড়ে বসেছেন বিসিবি সভাপতি

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

সরকারি বিমান ভাড়া করে প্রেমিকার ইভেন্টে যান এফবিআই পরিচালক

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানের ক্ষমতাসীনদের নিশ্চিহ্নের হুমকি পাকিস্তানের

১০

‘আমাগো জমি, বাড়ি, স্কুল সব পদ্মার মুখে ঝুলতাছে’

১১

গহনা বানানো ছেড়ে শুরু করলেন কোরআন লেখা, গড়লেন বিশ্বরেকর্ড

১২

মারুফার উদ্দেশে ভারতীয় ক্রিকেটারের বার্তা

১৩

হঠাৎ পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে পরাশক্তিরা, রহস্য কী

১৪

মিরপুরে ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

১৫

ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

১৬

বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় : হাসনাত

১৭

গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ

১৮

ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের

১৯

নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার

২০
X