নতুন করে আন্দোলন ঘোষণার পর রংপুরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য যেসব এলাকা থেকে আন্দোলনকারীরা মাঠে নামতে পারেন এসব এলাকায় অবস্থান নিয়ে আছেন তারা।
তবে সোমবার (২৯ জুলাই) বিকেল চারটা পর্যন্ত আন্দোলনকারীরা মাঠে নামেননি।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনকারীরা মাঠে নামবেন এ খবরে নগরীর জিলা স্কুল মোড়, মেডিকেল মোড়, শাপলাচত্বর, পার্ক মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে চেকপোস্ট ও মেডিকেল মোড় পর্যন্ত সড়ক প্রায় ফাঁকা, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুরো নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, শঙ্কার কোনো কারণ নেই। নগরীর বিভিন্ন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। বিশৃঙ্খলাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
মন্তব্য করুন