মোংলা বন্দর সৃষ্টির পর এই প্রথম এ বন্দর দিয়ে আমদানি হয়েছে রসুন। সোমবার (২৯ জুলাই) সিংগাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও নামে জাহাজটি ২২৯ টিউজ কনটেইনার নিয়ে মোংলা বন্দরে পৌঁছায়।
এর আগে ১৮ জুলাই চীনের কুইংডো বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটিতে ২টি ৪০ ফিট কনটেইনারে ৫৮ টন রসুন আমদানি হয়। মোংলা কাস্টমস হাউস কর্তৃক কায়িক পরীক্ষা সম্পন্ন শেষে খালাসের অপেক্ষায়।
মোংলা বন্দর কতৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করে জানান, মোংলা বন্দর দিয়ে ১ জুলাই থেকে ২৭ জুলাই মোট ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদা মাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ ইত্যাদি রপ্তানি এবং মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্লাইএস, গাড়ি ইত্যাদি আমদানি হয়। যার মাধ্যমে ৫ লাখ ৯৫ হাজার টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কনটেইনার এবং ১৩৪৯টি গাড়ি আমদানি হয়।
তিনি বলেন, যেহেতু সড়ক পথে এখন মোংলা বন্দর থেকে পণ্য পরিবহন সহজ তাই ব্যবসায়ীরা এ বন্দর ব্যবহারে আগ্রহী। এর ফলে ১৯৫০ সালে সৃষ্টি হওয়া মোংলা বন্দর দিয়ে এ প্রথম রসুন আমদানি হলো।
মন্তব্য করুন