সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:০২ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে সাভারে আ.লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাভার মডেল থানা। ছবি : কালবেলা
সাভার মডেল থানা। ছবি : কালবেলা

কোটা আন্দোলনকে ঘিরে সহিংতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি তিনজন ও ক্ষমতাসীন দলের ১৬ পদধারী নেতাসহ অন্তত ৩০ নেতাকর্মীর নাম রয়েছে।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন মামলায় বিব্রত সাভার আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের দাবি জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের প্রতিহত করেছে তারা। অথচ তাদের নামেই পুলিশের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়েছে। এমন ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দুঃখজনক বলছেন সাভারের আ.লীগের নেতারা। কালবেলার সঙ্গে আলাপকালে আ.লীগের বেশ কিছু নেতাকর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মামলার নথিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পথরোধ করে দাঙ্গা-হাঙ্গামা, পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে আঘাত করে মারাত্মক জখম, ভাঙচুর, জনজীবন ও মালামালের ক্ষতি সাধন, ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আসামিরা হলেন, আ.লীগ কর্মী মুলামদি মণ্ডল, আগের কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং আশুলিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মণ্ডল প্রমুখ।

মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে কি না, কিংবা তারা জরিত ছিল কি না কালবেলার এমন প্রশ্নে মামলার বাদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

রুহুল আমিন মণ্ডল কালবেলাকে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। আমি আ. লীগের নিবেদিত একজন কর্মী। বিএনপি জামায়াতের সঙ্গে মামলায় আমার নামও জুড়ে দেওয়া হয়েছে। এমন সংবাদ শোনার আগে আমার মরে যাওয়াই ভালো ছিল। আমাকে কেউ শত্রুতা করে এ মামলায় ঢুকিয়েছে। আমি বিশ্বাস করি আমাকে মামলায় আসামি করার মধ্য দিয়ে মামলাটি প্রশ্নবিদ্ধ হয়েছে।

ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব কালবেলাকে বলেন, ২১ মামলায় হাজারের অধিক দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো সহস্রাধিক। নিরপরাধ কাউকে আসামি করা হয়নি। আমার জানা মতে কোন আ.লীগের নেতাকর্মীকে আসামি করা হয়নি। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতেই পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ পর্যন্ত ডিবি অফিসে হামলা মামলায় ছাত্রশিবিরের নেতাসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আশুলিয়া থানায় পুলিশ বাদী হয়ে কোনো আ.লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করিনি। শুধু যারা অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও এবং ভাঙচুর চালিয়েছে সেই সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

সাভার মডেল থানার ওসি মো. শাহ্ জামান কালবেলাকে বলেন, আ.লীগের কাউকে আসামি করা হয়েছে কি না এ মুহূর্তে আমি কিছুই বলতে পারব না। বিষয়টি দেখে বলতে হবে কারণ কিছু মামলায় পুলিশ বাদী আবার কিছু মামলায় পাবলিক বাদী যাদের গাড়ি পুড়িয়েছে, স্থাপনা ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১০

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১১

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১২

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৩

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৪

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৫

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৬

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৭

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৮

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৯

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

২০
X