শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলাধীন কাচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকার ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপপরিচালক মো. ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: স্বামীকে হত্যার ২ যুগ পর স্ত্রী গ্রেপ্তার
বৃহস্পতিবার বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ। এ সময় একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ১৮টি পাকা, আধা পাকা স্থাপনা, ৩টি বাঁশের জেটি ভেঙে গুঁড়িয়ে দেওয়াসহ শীতলক্ষ্যা নদীতে অভ্যন্তরীণ নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকার মো. শাজাহান মিয়ার পুত্র মো. ওমর ফারুক (৩৭) এবং আব্দুল বাতেনের পুত্র মো. আমজাদকে (৩১) সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কাচপুর ব্রিজের নিচে নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে ৮০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারীকে প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন