ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

ইসলামপুরে নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ। ছবি : কালবেলা
ইসলামপুরে নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন এলাকায় পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে খোঁজ নিয়ে জানা যায়, সোয়া দুই কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়কটি পাকা করার কাজ করছে মেসার্স আলহাজ আবুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এলাকাবাসী বলেছেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লোকজনকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করছেন।

ইসলামপুর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, কুলকান্দী ইউনিয়ন পাইলিং পার থেকে জারুলতলা বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার (তিন হাজার মিটার) পাকা রাস্তা করার ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ১ কিলোমিটারের বালি ভরাটের কাজ শেষ হয়েছে। এখন রাস্তার সাববেজের (নিচের স্তর) কাজ চলছে। রাস্তার পাশের মাটি ভরাটও করা হয়েছে কোনো রকমে। পুরো সাববেজের জন্য ব্যবহৃত খোয়া নিম্নমানের ইটের। স্থানীয়ভাবে যা রাবিশ বলে পরিচিত। রাস্তার মাঝে মাঝে স্তূপ করে রাখার পর ইটের গুঁড়ামিশ্রিত ব্যবহার অযোগ্য ইটের খোয়া রাস্তায় বিছিয়ে (স্প্রেডিং) বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে ওই রাস্তার নির্মাণ কাজ দেখার দায়িত্বে থাকা লোকজন দেখিনি।

স্থানীয় বাসিন্দা মন্নান জোমাদ্দার, জালাল কাজী, চান মৃধা ক্ষোভ প্রকাশ করে কালবেলাকে বলেন, রাস্তা নির্মাণে যে ইটের খোয়া ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, এমন খোয়া দিয়ে কোনো কাজ হয় না। লাঞ্ছিত হওয়ার ভয়ে এ নিয়ে প্রতিবাদও করতে পারছেন না তারা। তাদের আশঙ্কা নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে ঠিকাদার এভাবে কাজ শেষ করে গেলে অল্পদিনের মধ্যে রাস্তা দেবে ও কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাবে।

ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান কালবেলাকে বলেন, এই রাস্তায় দিয়ে ভারী যানবাহন চলাচল করে, এত নিম্নমানের খোয়া দিয়ে কাজ করলে রাস্তা বেশি দিন টিকবে না।

মেসার্স আবুল এন্টারপ্রাইজের তদারকি কাজের ম্যানেজার শাহিনুর কালবেলাকে বলেন, ১ নম্বর খোয়া দিয়ে কাজ চলছে। হয়তো সঙ্গে কিছু খারাপ খোয়া থাকতে পারে। আমি সেগুলো ফেলে দিতে বলেছি। ভালো মন্দ অভিযোগ থাকবেই।

ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, আমি গিয়ে দেখেছি খোয়ার মান ভালো। কিছু খারাপ খোয়া থাকতে পারে। আপনারা হয়তো শুধু সেই খারাপ খোয়ার ছবি তুলেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে হানিয়া আমির

ছুরিকাঘাতে ছাত্রদলের দুজন নিহত, অভিযোগের আঙুল যার দিকে

রাকসু নির্বাচনে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হোয়াইটওয়াশের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ২ টাইগার ক্রিকেটার

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

১০

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, প্রাণ গেল নারীর

১১

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

১২

চার জেলায় নতুন ডিসি

১৩

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১৪

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক বুথ

১৫

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

১৬

সাভারে আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ২২

১৭

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

১৮

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভার তারিখ নির্ধারণ

১৯

‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান আর নেই

২০
X