ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

ইসলামপুরে নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ। ছবি : কালবেলা
ইসলামপুরে নিম্নমানের খোয়া দিয়ে সড়ক নির্মাণ। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন এলাকায় পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে খোঁজ নিয়ে জানা যায়, সোয়া দুই কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার সড়কটি পাকা করার কাজ করছে মেসার্স আলহাজ আবুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এলাকাবাসী বলেছেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লোকজনকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করছেন।

ইসলামপুর উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, কুলকান্দী ইউনিয়ন পাইলিং পার থেকে জারুলতলা বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার (তিন হাজার মিটার) পাকা রাস্তা করার ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ ১ কিলোমিটারের বালি ভরাটের কাজ শেষ হয়েছে। এখন রাস্তার সাববেজের (নিচের স্তর) কাজ চলছে। রাস্তার পাশের মাটি ভরাটও করা হয়েছে কোনো রকমে। পুরো সাববেজের জন্য ব্যবহৃত খোয়া নিম্নমানের ইটের। স্থানীয়ভাবে যা রাবিশ বলে পরিচিত। রাস্তার মাঝে মাঝে স্তূপ করে রাখার পর ইটের গুঁড়ামিশ্রিত ব্যবহার অযোগ্য ইটের খোয়া রাস্তায় বিছিয়ে (স্প্রেডিং) বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তবে ওই রাস্তার নির্মাণ কাজ দেখার দায়িত্বে থাকা লোকজন দেখিনি।

স্থানীয় বাসিন্দা মন্নান জোমাদ্দার, জালাল কাজী, চান মৃধা ক্ষোভ প্রকাশ করে কালবেলাকে বলেন, রাস্তা নির্মাণে যে ইটের খোয়া ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, এমন খোয়া দিয়ে কোনো কাজ হয় না। লাঞ্ছিত হওয়ার ভয়ে এ নিয়ে প্রতিবাদও করতে পারছেন না তারা। তাদের আশঙ্কা নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে ঠিকাদার এভাবে কাজ শেষ করে গেলে অল্পদিনের মধ্যে রাস্তা দেবে ও কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে যাবে।

ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিছুর রহমান কালবেলাকে বলেন, এই রাস্তায় দিয়ে ভারী যানবাহন চলাচল করে, এত নিম্নমানের খোয়া দিয়ে কাজ করলে রাস্তা বেশি দিন টিকবে না।

মেসার্স আবুল এন্টারপ্রাইজের তদারকি কাজের ম্যানেজার শাহিনুর কালবেলাকে বলেন, ১ নম্বর খোয়া দিয়ে কাজ চলছে। হয়তো সঙ্গে কিছু খারাপ খোয়া থাকতে পারে। আমি সেগুলো ফেলে দিতে বলেছি। ভালো মন্দ অভিযোগ থাকবেই।

ইসলামপুর উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, আমি গিয়ে দেখেছি খোয়ার মান ভালো। কিছু খারাপ খোয়া থাকতে পারে। আপনারা হয়তো শুধু সেই খারাপ খোয়ার ছবি তুলেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান যদি রাস্তা নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করে অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা মহাসড়ক অবরোধ

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

১১

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

১২

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১৪

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

১৫

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

১৬

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

১৭

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

১৮

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

১৯

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

২০
X