টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ
কোটা আন্দোলন

টাঙ্গাইলে ১১ কলেজের শিক্ষার্থীদের এইচএস‌সি পরীক্ষা বর্জনের ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে ১১ কলেজের শিক্ষার্থীরা এইচএস‌সির পরীক্ষায় অংশগ্রহণ না করার ঘোষণা দিয়ে স্ব স্ব কলেজের নামে ফেসবুক গ্রুপে পোস্ট করে জানিয়ে দিয়েছেন।

কলেজগুলোর মধ্যে রয়েছে- টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী (এমএম আলী) কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ, এলেঙ্গার সরকারি শামসুল হক কলেজ, সখীপুর সরকারি মুজিব কলেজ, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা কালবেলাকে জানান, গুলি করে হত্যা, হামলা ও গ্রেপ্তার হওয়া ছাত্রছাত্রীদের মুক্তিসহ কয়েকটি দাবি না মানা পর্যন্ত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব না। স্ব স্ব কলেজের নামে খোলা ফেসবুক গ্রুপে পোস্ট করে জানানো হয়েছে।

সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের ফেসবুক গ্রুপে দেওয়া ঘোষণায় শিক্ষার্থীরা লিখেছেন, জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে থেকে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক সমন্বয়কারীদের দ্বারা যে বিবৃতি দেওয়া হয়েছে তা এ দেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের ভাই-বোনদের নৃশংস হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান হেনস্তার সুষ্ঠু জবাব ও বিচার চাই।

মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের শিক্ষার্থীরা লিখেছেন, যতদিন পর্যন্ত না সব অন্যায়ভাবে গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থী ও অন্যদের মুক্তি দেওয়া হবে ততদিন পর্যন্ত শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের কোনো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে না।

প্রায় একই রকম ঘোষণা দিয়েছেন কুমুদিনী সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়, টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী (এমএম আলী) কলেজের শিক্ষার্থীরা।

টাঙ্গাইল শহরের মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের এ ধরনের কোনো বিষয় তার জানা নেই। আগামী ১১ আগস্ট পূর্ব ঘোষিত সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে- সে বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন।

ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান সরকারও একই কথা বলেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষার্থীরা এখন বোর্ডের অধীনে ন্যস্ত।

এ বিষয়ে একাধিক কলেজের অধ্যক্ষদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কালবেলাকে জানান, চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয়ে শিক্ষার্থীরা লিখিত বা মৌখিকভাবেও জানায়নি। হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো উপযুক্ত কারণও তারা জানেন না।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- অনিবার্য কারণে ২৮/০৭/২০২৪ থেকে ০১/০৮/২০২৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য সব বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- অনিবার্য কারণে ২৮/০৭/২০২৪ থেকে ০১/০৮/২০২৪ পর্যন্ত অনুষ্ঠিতব্য সমস্ত বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত সমসূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আগামী ০৪/০৮/২০২৪ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এর আগে দুই দফায় ৪ দিনব্যাপী এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথম ধাপে ১৮ জুলাই এবং দ্বিতীয় ধাপে ২১, ২৩ ও ২৫ জুলাই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১০

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১১

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৪

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৫

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৬

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

১৭

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

১৮

পোপ চতুর্দশ লিওকে অভিনন্দন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

১৯

বড় পর্দায় দেখানো হচ্ছে হাসিনার গণহত্যা

২০
X