ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ টাকার খাম কিনতে খরচ হচ্ছে ৪৫ টাকা

দিনাজপুরের ফুলবাড়ী ডাকঘর। ছবি : কালবেলা
দিনাজপুরের ফুলবাড়ী ডাকঘর। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে জরুরি প্রয়োজনে ডাক বিভাগের ৫ টাকা মূল্যের একটি খাম কিনতে যাতায়াত বাবদ রিকশা ভাড়া গুনতে হচ্ছে ৪০ টাকা। ফলে একটি খামের মূল্য পড়ে যাচ্ছে ৪৫ টাকা। অবিশ্বাস্য হলেও এটিই সত্য। ফুলবাড়ী পৌরবাসীর কাছে এটিই হচ্ছে বাস্তবতা।

জানা যায়, ফুলবাড়ী উপজেলা প্রধান ডাকঘরটি ফুলবাড়ী পৌরশহরের প্রাণকেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন স্বজনপুকুর এলাকায়। ডাকঘরটি উপজেলা পরিষদ থেকে দেড় কিলোমিটার দূরে হওয়ায় নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই ডাকঘরে যেতে চান না। আর জরুরি প্রয়োজনের তাগিদে যাদের ডাকঘরে যেতে হয় তাদের যাতায়াত বাবদ খরচ গুনতে হয় ৪০ টাকা। এ সুযোগে পৌরশহরের বিভিন্ন পান-বিড়ির দোকানসহ বেশ কিছু মনিহারি ও ফটোকপির দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে ডাক বিভাগের খামসহ রাজস্ব টিকিট।

ফুলবাড়ী শাখা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম বলেন, কিছু কিছু সরকারি কাজের জন্য ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্র পাঠাতে হয়। কিন্তু ডাকঘরটি শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হওয়ায় যাতায়াত করতে গিয়ে বাড়তি খরচ হয়ে যায় ৪০ টাকা। এজন্য জরুরি প্রয়োজন ছাড়া অন্য চিঠিপত্রগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আদান-প্রদান করা হয়। পৌরশহরের জনবহুল এলাকায় একটি শাখা ডাকঘর স্থাপন করা গেলে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব আয় হতো।

ফুলবাড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত বলেন, চিঠিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে এখনো ডাক বিভাগ মানুষের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আশির দশক থেকে উপজেলা সদরে ডাকঘরের একটি শাখার জন্য ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকরা লেখালেখি করে আসছেন। ডাকঘরটি কাছাকাছি না থাকায় বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীসহ ব্যবসায়ী, ব্যাংক, বিমাসহ সাধারণ মানুষ অধিক অর্থ ব্যয় করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের চিঠিপত্র পাঠান। ডাক বিভাগের জনকল্যাণকর নানামুখী সেবা থাকলেও শুধু জনবহুল এলাকায় ডাকঘরের শাখা না থাকায় উপজেলার ৯৫ ভাগ মানুষই ডাক বিভাগের সেবা সম্পর্কে জানতে পারছেন না।

তবে ফুলবাড়ী উপজেলা পরিষদ এলাকায় একটি শাখা ডাকঘর স্থাপন করা হলে সরকারের যেমন বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে, তেমন সাধারণ মানুষও স্বল্প ব্যয়ে তাদের চিঠিপত্র আদান-প্রদানসহ ডাক বিভাগের নানামুখী সেবা গ্রহণের সুযোগ পাবে।

ফুলবাড়ী উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার মাহাবুবুর রহমান কালবেলাকে বলেন, শুনেছিেএর আগে ফুলবাড়ী পৌরশহরে একটি শাখা ডাকঘর স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিছু কাজ হয়েছিল। কিন্তু ঘর না পাওয়ায় শাখা ডাকঘরের কার্যক্রম চালু করা যায়নি।

ইউএনও মীর মো. আল কামাহ তমাল কালবেলাকে বলেন, ডাক বিভাগের জরুরি সেবা সবার কাছে পৌঁছে দিতে উপজেলা পরিষদ এলাকায় শাখা ডাকঘর স্থাপনের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X