সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা ও হামলার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সীতাকুণ্ডের পৌর সদর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের পদত্যাগ চান।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে ঘোষিত নির্দেশনা অনুযায়ী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌরসদর ও দক্ষিণ বাইপাস হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর সদরে এসে শেষ হয়। প্রায় এক ঘণ্টা পর্যন্ত শিক্ষার্থীরা পৌরসদরের সড়কে অবস্থান নেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৩০০ থেকে ৪০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’।

এ সময় জিহাদ নামে এক শিক্ষার্থী বলেন, সীতাকুণ্ড উপজেলার মধ্যে এখনো কোনো বৈষম্যবিরোধী ছাত্রদের কমিটি গঠন করা হয়নি। তবে খুব দ্রুত করা হবে।

সীতাকুণ্ড পৌরসভা কার্যালয়ের সামনে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়।

এ দিকে বিক্ষোভ ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এ সময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড ইউএনও কেএম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন ও ওসি (তদন্ত) মো. সোলায়েন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

১০

নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন শহিদ কাপুরের স্ত্রী

১১

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

১২

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১৩

‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

১৪

পলোগ্রাউন্ডের মঞ্চে তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তি: যা বলছে যশোরের জেলা প্রশাসন

১৬

ভারতে কেন দল পাঠানো হয়নি, ব্যাখ্যা দিলেন আসিফ আকবর

১৭

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

১৮

গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই যথেষ্ট নয় : বদিউল আলম

১৯

জ্বালানি তেল উৎপাদন বাড়াচ্ছে ভেনেজুয়েলা

২০
X