সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা ও হামলার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সীতাকুণ্ডের পৌর সদর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সরকারের পদত্যাগ চান।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে ঘোষিত নির্দেশনা অনুযায়ী এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌরসদর ও দক্ষিণ বাইপাস হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর সদরে এসে শেষ হয়। প্রায় এক ঘণ্টা পর্যন্ত শিক্ষার্থীরা পৌরসদরের সড়কে অবস্থান নেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৩০০ থেকে ৪০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’।

এ সময় জিহাদ নামে এক শিক্ষার্থী বলেন, সীতাকুণ্ড উপজেলার মধ্যে এখনো কোনো বৈষম্যবিরোধী ছাত্রদের কমিটি গঠন করা হয়নি। তবে খুব দ্রুত করা হবে।

সীতাকুণ্ড পৌরসভা কার্যালয়ের সামনে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুসা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়।

এ দিকে বিক্ষোভ ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। এ সময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড ইউএনও কেএম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন ও ওসি (তদন্ত) মো. সোলায়েন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

১০

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

নুরের ওপর হামলার প্রতিবাদ জানাল ঢাবি সাদা দল 

১২

জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে?

১৩

‘আমার কিডনিতে অপারেশন, স্ত্রী অন্তঃসত্ত্বা’ বলে আদালতে জামিন চান আফ্রিদি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ, ফুটো পাইপ মেরামতে নেমেছে ওয়াসা

১৫

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

১৬

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

১৭

নুরের ওপর হামলায় কোন দল কী প্রতিক্রিয়া জানাল

১৮

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

১৯

ঢাকা দক্ষিণ বিএনপির ২০টি থানায় নতুন আহ্বায়ক কমিটি 

২০
X