নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী সুধারাম থানায় গুলির অভিযোগ

গুলি লেগে সুধারাম থানার জানালা ভেঙে গেছে। ছবি : কালবেলা
গুলি লেগে সুধারাম থানার জানালা ভেঙে গেছে। ছবি : কালবেলা

নোয়াখালীর সুধারাম মডেল থানায় গুলির অভিযোগ উঠেছে। শনিবার (৩ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন দুর্বৃত্তরা সুধারাম মডেল থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় বিভিন্ন দিক থেকে দুর্বৃত্তরা থানায় অবস্থানরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে ইট-পাটকেল এবং ঢিল ছুড়তে থাকে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও থানার বিল্ডিংয়ের জানালার কাচ ভেঙে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, শনিবার বিকেল চলমান শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মামলা, হত্যার বিচারসহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে ছাত্র, শিক্ষক-জনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

অভিযোগ উঠেছে, আন্দোলনকারীদের ওই বিক্ষোভ মিছিল থেকে বিকেল পৌনে ৫টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের মাইজদী বাজার থেকে ছাত্রজনতার সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলের সামনের প্রধান সড়কে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, চৌমুহনী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও জনতা নিহতের সহপাঠীদের হত্যার বিচার ও দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এ ছাড়াও আটক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমনপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ–হংকং ম্যাচ

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে রাজউক : চেয়ারম্যান

বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

পিকে হালদারের সহযোগী তাজবীরের জামিন

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

মিরপুরের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

নভেম্বরে গণভোট চাওয়াদের কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা, প্রশ্ন রিজভীর

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

১০

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

১১

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

১২

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

১৩

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১৪

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

১৫

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

১৬

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

১৭

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

১৮

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

১৯

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

২০
X