চট্টগ্রাম নগরীর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে কোটা আন্দোলনকারীরা কাজির দেউরি, আসকারদীঘির পাড়, আলমাস সিনেমা, ওয়াসা মোড়, নিউমার্কেট এলাকা, জুবলী রোডসহ বিভিন্ন এলাকায় হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলনকারীরা।
অপরদিকে, কাজির দেউরি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে ভেতরে আগুন লাগিয়ে দেয় কোটা আন্দোলনকারীরা। পরে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন