কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনা তারেক রহমানের

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা থাকছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।

বিএনপি ক্ষমতায় এলে গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান—চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪০০ শিক্ষার্থী অংশ নেন। যুবসমাজের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত জানতেই এ আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সে লক্ষ্যে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে এবং তাদের মৌলিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান করা হবে। এসব হেলথ কেয়ারার গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট একটি গ্রামের জন্য একজন বা দুজন হেলথ কেয়ারার দায়িত্ব পালন করবেন। স্থানীয় জনগণের মধ্য থেকেই তাদের নিয়োগ দেওয়া হবে, যাতে এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও আবেগী সম্পর্ক কাজে লাগানো যায়।

তারেক রহমান আরও বলেন, হেলথ কেয়ারাররা বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন, শৃঙ্খলা ও অভ্যাস সম্পর্কে মানুষকে শিক্ষা দেবেন। এ কর্মসূচিতে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ নারীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও পরামর্শ দিতে তুলনামূলকভাবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে গ্রামাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে।

এদিকে তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

১০

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১১

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

১২

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

১৩

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

১৪

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

১৫

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

১৬

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

১৭

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

১৮

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

১৯

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

২০
X