হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি কক্ষে আগুন দেয়। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিস কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র, দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷
বুধবার (৭ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ আগুনের ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, সকালের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে বিভিন্ন কক্ষে আগুন দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সাব-রেজিস্টার অফিসের এক মহিলা কর্মচারী ও একজন আইনজীবীর সহকারী আদালত প্রাঙ্গণে এসে ধোঁয়া দেখতে পেয়ে পেশকারকে বিষয়টি জানান।
আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা সকালে দুর্বৃত্তরা আদালতের কক্ষগুলোতে আগুন দেয়। আমরা এখন নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। কী পরিমাণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো সঠিক বলতে পারছি না।