চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে রাজশাহীর আওয়ামী লীগ নেতাসহ দুজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক রজব আলী (৫০)। তিনি জেলার কাশিয়াডাঙ্গা থানার বুড়িমারী পাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। আর অপরজন রজব আলীর ভাতিজা আলী রেজার ছেলে নাজমুল হক (৩৪)।
তারা বৈধপথে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা আইসিপিতে কর্তব্যরত বিজিবির হাতে আটক হন।