গাজীপুরের কালীগঞ্জে সড়কে আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় যানজট নিরসনের দায়িত্ব পালন করছে ছাত্রসমাজ।
দেশের বর্তমান পরিস্থিতিতে কালীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা দায়িত্ব পালন করছেন। পুলিশের নিরাপত্তার জন্য ৯ দফা দাবি আদায়ে নিরাপদে অবস্থান করায় সড়কে তাদের দেখা যাচ্ছে না। আর এসব দায়িত্বে নিয়োজিত থেকে রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ছাত্রছাত্রীদের কালীগঞ্জ বাসস্ট্যান্ডসহ প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে তাদের পালাক্রমে অবস্থান করে যানজটমুক্ত সড়কের জন্য কাজ করে যাচ্ছেন।
সড়কে কোনো ধরনের চাঁদা আদায়ের মতো কাউকে পাওয়া যায়নি। এতে করে রিকশা চাঁদাবাজি মুক্ত থাকায় স্বস্তি বোধ করছেন যান চালকরা।