দিনাজপুরের কাহারোলায় কলাবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) উপজেলার কাহারোল সেতাবগঞ্জগামী রোডের চন্ডিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ভাঙ্গুড়া গ্রামের মৃত মফিজুল ইসলাম বাবুর ছেলে।
কাহারোল থানা পুলিশের অনুপস্থিতে খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. রেজাউল করিম সঙ্গীয় টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে তার ভাই মারুফ হোসেনের কাছে তা হস্তান্তর করা হয়।