আশাশুনি উপজেলায় কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে দেওয়া যাবে না। দেশের শান্তি ও স্থিতিশীল পরিবেশ ফেরাতে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের দিন রাত মাঠে পাহারা দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা।
আশাশুনি উপজেলায় বিদ্যমান বিএনপির দুই গ্রুপের নেতারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেন।
উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম বলেন, দলের কোনো নেতাকর্মী কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায় নেবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মসহ সকল ধর্মের মানুষ সহাবস্থানে থাকবে। কারও প্রতি কোনো গোষ্ঠী বা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে।
আরেকাংশের আহ্বায়ক আসিফুর রহমান তুহিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা, খুন, জখম, লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ড ঘটতে দেওয়া যাবে না। কোনো অন্যায়কারী যতবড় নেতা হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের মানুষের স্বার্থে, দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহিরাগত কেউ দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খল ঘটানোর চেষ্টা করে সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়দল, কাদাকাটি, বুধহাটা, শোভনালী ও আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন জায়গা পরিদর্শন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা এসব কথা বলেন। দুই অংশের পরিদর্শনকালে পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব (হেদায়েত গ্রুপের) মো. মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবায়ক আব্দুল আলিম, আজহারুল ইসলাম মন্টু, আরিফুল ইসলাম বকুল, রবিউল ইসলাম, আজহারুল ইসলাম আজগার মোড়ল, তুহিনুল্লাহ তুহিন, ডাক্তার টুকু, জহির উদ্দিন জহির,কামরুল হাসান, রেজাউল করিম গাজী, রেজাউল সরদার, সাহেব আলী প্রমুখ।
অপর দিকে বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনকালে (আসিফুর রহমান তুহিন গ্রুপ) নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব জাকির হোসেন বাবু, মো. শাহরিয়ার জামান, গোলাম গনি দুদু, খালিদুজ্জামান টিপু, আশিকুর রহমান আশিক, হাবিবুল্লাহ হাবিল, আ. মজিদ, আরাফাত রহমান পলাশ, খালিদ মাহমুদ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজান এবং সিদ্দিকুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন