ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থীরা, সড়কে নেই যানজট

ব্রাহ্মণপাড়া সদরে সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া সদরে সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সব কয়টি সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছেন শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যরা। এতে উপজেলার দীর্ঘদিনের যানজট সমস্যার নিরসন হয়েছে। সড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়দের এমন কাজে প্রশংসায় ভাসছেন বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে শিক্ষার্থীদের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাসহ যানবাহনের যাত্রী ও চালকরা।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীদের তৎপরতায় উপজেলার প্রাণকেন্দ্র আল্লাহর নিরানব্বই নাম চত্বরসহ বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া সদর বাজার অংশে আল্লাহর নিরানব্বই নাম চত্বরে গিয়ে দেখা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিএনসিসির সদস্যরা সড়কের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন। অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনগুলোকে এক লেন করে চলতে দেন। সড়কের ব্যস্ততম জায়গায় যানজট সৃষ্টি করে যাত্রী ওঠানামায় বাধা দিচ্ছেন।

হেলমেট ছাড়া মোটরসাইকেলচালক পেলে সড়কে হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দিচ্ছেন। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে চালক ও যাত্রীদের নানারকম পরামর্শ দিচ্ছেন তারা। এ সময় পথচারীদের চলাচলে ফুটপাত ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। শিক্ষার্থীদের প্রচেষ্টায় উপজেলার সব সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

সড়কে যাতায়াতকারী যাত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্রাহ্মণপাড়া সদরে প্রায় সবসময়ই যানজট লেগে থাকত। সরকার পতনের পর বিএনসিসির সদস্যরা ও সাধারণ শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা ফেরানোর কাজে সক্রিয় হওয়ায় উপজেলা সদরের যানজট নিরসন হয়েছে। যার ফলে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হচ্ছে। এখন আর জ্যামে পড়ে থাকতে হচ্ছে না, সময় বেঁচে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা এমদাদুল হক বলেন, ব্রাহ্মণপাড়া বাজারে সড়কের দুপাশে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা অবৈধভাবে স্ট্যান্ড বানিয়ে রাখার কারণে প্রায় সবসময়ই যানজট লেগে থাকত। এতে এ সড়ক দিয়ে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। তবে বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাশ্রমে এখন কোনো যানবাহনই সেখানে দাঁড়াতে পারছে না। যাত্রী ওঠানামার জন্য প্রতিটি যানবাহন নির্দিষ্ট স্ট্যান্ড ব্যবহার করছে। এতে উপজেলার প্রাণকেন্দ্রে যানজট নিরসন হয়ে গেছে।

সফিউল্লাহ নামে এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, সরকার পতনের পর পুলিশ কর্মবিরতি দেওয়ায় সারা দেশের মতো ব্রাহ্মণপাড়ায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। আমরা শিক্ষার্থীরা সড়কের যানজট নিরসনে কাজ করছি। আমাদের তৎপরতায় উপজেলার সদর বাজারের যানজট নিরসনসহ অন্যান্য সড়কেও যানজট নিরসন হয়েছে। সাধারণ যাত্রীরা অনেক দিনের যানজটের ভোগান্তি থেকে স্বস্তি পাচ্ছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দাপ্তরিক কাজ শুরু করেছেন। বিভিন্ন থানায় ও সংশ্লিষ্ট স্থানে কর্মস্থলে পুলিশ যোগদান শুরু করছে। শিগগিরই দেশ পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভয়াবহ নেকড়ে আতঙ্ক, দেওয়া হলো গুলির নির্দেশ

ডিএসসিসির প্রধান প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি

চীনে সুপার টাইফুন ইয়াগির আঘাত

জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছবি নিয়ে দৃকের আলোকচিত্র প্রদর্শনী

আবারও নেতৃত্ব হারাচ্ছেন বাবর, নতুন অধিনায়ক কে?

যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন হাত নিয়ে গেছে দুর্বৃত্তরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে শাহবাগ অবরোধ

টেস্ট ক্রিকেট বাঁচাতে ভনের পাঁচ প্রস্তাব

বিতর্কিত ব্যক্তিকে আইন সচিব না করার আহ্বান ইয়াং জাজদের

১০

জাতীয় সংগীত পরিবর্তন হবে কি না জানালেন ধর্ম উপদেষ্টা

১১

পাঁজরের হাড় ভাঙার কথা সালমান নিজেই জানালেন

১২

নারীকে বাঁচাতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

১৩

বছরের বাকি সময়ের জন্য ছিটকে গেলেন ইংলিশ পেসার

১৪

সাভারে পোশাক কারখানা নিরাপত্তায় বিএনপি নেতাদের পাহারা

১৫

আন্দোলনকারী শিক্ষার্থীদের ডেকে ভয়-ভীতি দেখান সাতক্ষীরার পাসপোর্ট কর্মকর্তা

১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

বন্ধু সুয়ারেজের কান্নাভেজা বিদায়ে মেসির ভিডিও বার্তা

১৮

সবজির বস্তায় পাচার হচ্ছিল বিপুল মাদক

১৯

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অর্থ উপদেষ্টার

২০
X