গাজীপুরে নতুনভাবে মেট্রোপলিটন পুলিশের সাতটি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান কোনাবাড়ী থানার নতুন কার্যক্রম চালু করেন।
এ সময় নবনিযুক্ত কোনাবাড়ী থানার ওসি শাহ আলম, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার মো. মাহবুব আলম জানান, মেট্রোপলিটন পুলিশের আটটি থানার মধ্যে সাতটি থানা চালু হয়েছে। শুধু বাসন থানা একদিন পর চালু করা হবে।
এদিকে, বিভিন্ন এলাকায় নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। থানায় আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত মহাসড়কে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেনি। আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকিং করছেন। সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন।