সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে সেনাবাহিনীর পাহারায় কক্সবাজারের চকরিয়া থানায় আপৎকালীন পুলিশি সেবা কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে চকরিয়ায় এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
এ সময় উপস্থিতি ছিলেন দুই পদাতিক ব্রিগেডের পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুন্নবী, ১ ইস্ট বেঙ্গলের পিএসসি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, ৩৯ এসটি ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লে. কর্নেল কামরুজ্জামান পিটু, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও শেখ মোহাম্মদ আলী।
এদিকে ১ ইস্ট বেঙ্গলের পিএসসি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া খন্দকারের তত্ত্বাবধানে কক্সবাজারের চকরিয়া থানাসহ এর অধীনে মাতামুহুরি তদন্ত কেন্দ্র, হারবাং পুলিশ ফাঁড়ির সীমিত পরিসরে আপৎকালীন সেবার কার্যক্রম শুরু হয়েছে বলে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
অন্যদিকে চকরিয়ায় সেনাবাহিনীর পাহারায় পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী কালবেলাকে জানান, মানুষের জানমালের কথা বিবেচনা করে এ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমিত পরিসরে আপৎকালীন সেবা দেওয়া হচ্ছে।
এখনো স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে না। পুলিশের কর্মবিরতি চলছে। গত বুধবার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে থানার মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন