পঞ্চগড়র তেঁতুলিয়া উপজেলার শিক্ষার্থীদের তুলির আঁচড়ে পাল্টে গেল ডাকবাংলোর পিকনিক কর্নারের দেয়াল। সেই দেয়ালে সচেতনতামূলক নানান প্রতিবাদী প্রবাদে ভরে গেছে তেঁতুলিয়া উপজেলার সদরের অবস্থিত ডাকবাংলো ও পিকনিক কর্নারের দেয়াল। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ফুটে তুলছে কোটা আন্দোলনের স্লোগানসহ বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারের উক্তি।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেঁতুলিয়া পর্যটনস্পট ডাকবাংলো পিকনিক কর্ণারের দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে প্রবেশপথের দেয়ালে সচেতনতামূলক প্রবাদ ও বিভিন্ন চিত্র আঁকতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা রোববার থেকেই দেয়ালগুলো কেউ কেউ দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন। পরে বিভিন্ন প্রতিবাদী স্লোগানের সাথে গ্রাফিতি অঙ্কন করে দৃষ্টি জুড়ানো সৌন্দর্যে ফুটিয়ে তোলেন ডাকবাংলো প্রবেশের উভয়পথ, দেয়ালগুলো নজর কাড়ছে।
সূচী,ওবাদুর রহমান, জুবায়েরসহ বেশকয়েক শিক্ষার্থী জানান, এমন দেয়াল চিত্রায়ন খুবই মুগ্ধ করেছে। এ জন্য যারা এ কাজগুলো উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এ বিষয়ে চিত্রশিল্পী হাসনাত সোহাগ জানান, সকাল থেকেই তেঁতুলিয়ার পর্যটনকেন্দ্র ডাকবাংলোর পিকনিক কর্নারের দেয়ালগুলো রংতুলির আচরে গ্রাফিতি করেছি। এতে অংশ নেয় পঞ্চগড়ের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমি ও তানিন ভাইসহ সিনিয়র কয়েকজন ওদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তারা খুবই উৎসাহী হয়ে রোদের মধ্যে কাজ করেছে।
তিনি জানান. শিক্ষার্থীদের কাজত অতুলনীয়। ওরা অনেকভাবে সাহায্য করেছে। এজন্য কৃতজ্ঞতা। তবে পর্যাপ্ত ফান্ডের অভাবে বাচ্চাগুলো রং কিনতে পারেনি। এটা খারাপ লেগেছে। স্থানীয় শুভানুধ্যায়ীরা এগিয়ে এসে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা উচিত। ওরা অনেক কিছু করতে পারে। চাই শুধু উৎসাহ দেওয়া। তবুও যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ।
মন্তব্য করুন