আওয়ামী লীগকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদ রেস্ট হাউজের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমিনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে শহীদ ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করে তার পদত্যাগের দাবি জানান। সেই সঙ্গে শেখ হাসিনার শাস্তির দাবিও জানান তারা।
মন্তব্য করুন