চাঁদপুরের হাইমচরের আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর দুর্বৃত্তরা বাচ্চু খানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে তাকে চিকিৎসার জন্য ধরাধরি করে হাসপাতালে নেন স্থানীয়রা। অবস্থা গুরুতর হওয়ায় বাচ্চুকে ঢাকায় রেফার্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাচ্চু খানের ছোট ভাই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আরিফ খান বলেন, আশঙ্কাজনক অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে প্রথমে হাইমচর পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হয়। আজ সব শেষ হয়ে গেল। আমার ভাই আর নেই।