কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কয়রা ও শিবসা সেতুর টোল আদায় বন্ধ করলেন শিক্ষার্থীরা

কয়রা সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
কয়রা সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

খুলনা-কয়রা সড়কের শিবসা ও কয়রা সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এ দুই সেতুর টোল আদায় বন্ধের দাবি ছিল দীর্ঘদিনেরর। এবার ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর টোল আদায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কয়রা উপজেলার বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, খুলনা-কয়রা সড়কের দুই সেতু দিয়ে যারা চলাচল করেন তাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। তাদের কাছ থেকে এত দিন ইচ্ছামতো টোল আদায় করছিল ইজারাদারের লোকজন। কোনো তালিকা না টানিয়ে দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি টোল নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল চালকদের। কোনো রশিদও দেওয়া হয়নি।

তিনি বলেন, অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করতে গেলে ইজারাদারের নিজস্ব বাহিনীর হাতে মারধর ও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছে অনেকে। এ কারণে শিক্ষার্থীরা সাময়িকভাবে টোল আদায় বন্ধ করেছেন। স্থায়ীভাবে টোল মওকুফের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ২০১০ সালে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিত সেতু দুটি ইজারা দেওয়া হচ্ছে। ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ৯৪৩ দিনের জন্য সেতুর টোল আদায়ের ইজারা পেয়েছে মেসার্স আলী আকবর এন্টারপ্রাইজ। ইজারা মূল্য প্রায় দুই কোটি টাকা। প্রতিষ্ঠানটির মালিক মো. আলী আকবর খুলনা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক।

ইজারাদার আলী আকবর বলেন, আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ইজারা নেওয়া হলেও টোল আদায় করেন আনারুল ইসলাম ও মিনারুল ইসলাম নামের দুই ব্যক্তি। অনিয়ম করে থাকলে তারাই করেছে। এখানে আমার কোনো দায় নেই।

কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুল ইসলাম বলেন, গত রোজার ঈদের সময় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সেতুর ওপর মারধর করেছিলেন ইজাদারের লোকজন। দুই সেতু দিয়ে একবার পার হলেও দুবারের টাকা পরিশোধ করতে হতো। এখন আমরা নতুনভাবে বাংলাদেশটা গড়তে চাই।

প্রশান্ত কুমার নামে এক ট্রাকচালক বলেন, টোল আদায়কারী লোকজন অতিরিক্ত টাকা নিলেও কোনো রশিদ দিতেন না। চালকদের সঙ্গে প্রায়ই তাদের ঝগড়া হয়। তাদের বেপরোয়া আচরণে সবাই অতিষ্ঠ ছিল। এখন শিক্ষার্থীরা টোল আদায় বন্ধ করে দেওয়ায় সবাই স্বস্তি পেয়েছে।

কয়রা উন্নয়ন সংগ্রাম ও সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, খুলনা-কয়রা সড়কের দুই সেতুতে টোল আদায়ের নামে রীতিমতো চাঁদাবাজি হতো।

সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, খুলনা-কয়রা সড়কে অবস্থিত শিবসা ও কয়রা সেতুর টোল আদায় শিক্ষার্থীদের দাবির মুখে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি অধিদপ্তরকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে পরবর্তী সময়ে কী করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পদের বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ থামিয়েছি : ট্রাম্প

বরিশালের এক নেত্রীকে সুসংবাদ দিল বিএনপি

ডাকাতি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে নিহত ১

প্রসূতির মৃত্যু, পালিয়ে গেলেন চিকিৎসক-নার্স

টাইপকাস্ট হতে চান না তৃপ্তি

আয়ারল্যান্ড সিরিজ মিস করবেন তারকা ক্রিকেটার!

ফাতিমাকে নিয়ে উদ্বিগ্ন বিজয়

১০

পদ্মার চরে কৃষিতে নতুন সম্ভাবনা

১১

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১২

ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির 

১৪

গুমের মামলায় সশরীরে নয়, ভার্চুয়াল হাজিরা চান গ্রেপ্তার সেনা কর্মকর্তারা

১৫

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

১৭

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

১৮

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

১৯

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

২০
X