পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চিনিকলের সাব জোন কোয়াটারসহ জমি দখলের অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে এর প্রতিবাদ জানিয়ে পঞ্চগড় জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, আগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকলেও বর্তমানে তিনি কোনো পদে নেই। মূলত ওই জমির মালিক তার বাবা আব্দুল কুদ্দুস। ভুলক্রমে তাদের পরিবারের লোকজন তার বাবার নামের পরিবর্তে তার নামের ব্যানার ঝুঁলিয়েছিল। পরে সেই ব্যানার সরিয়ে নেওয়া হয়।
তিনি জানান, বিএনপি নেতা হিসেবে আমার নামে জমি দখলের খবর প্রকাশিত হওয়ায় আমি প্রতিবাদ জানাচ্ছি। খবরটি আমার বাবার নামে হওয়ার কথা ছিল। কিন্তু তা না করে ব্যক্তিগত সুনাম নষ্ট করার জন্য আমার নামে নিউজ করা হয়েছে। পঞ্চগড় চিনিকল জমিটি সুধীর ও অধির নামের ব্যক্তিদের কাছে কিনেছে ১৯৭৭ সালে। আর আমার দাদা, বাবার নামে কিনেছে ১৯৬৩ সালে। ওখানে ওই ২০ শতকসহ মোট ১৬৭ শতক জমি আমাদের। জমির মালিকানার সব ধরনের কাগজপত্র রয়েছে আমাদের কাছে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের কেনা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। চিনিকলের সঙ্গে বারবার বসতে চাইলেও তারা কোনো কথা শোনেনি। প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সবাইকে আমরা আহ্বান জানাবো আমাদের কাগজপত্র দেখুন। যদি আমরা সঠিক হয়ে থাকি তবে আমাদের জমি আমাদের বুঝিয়ে দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর আরিফুর রহমানের বাবা আব্দুল কুদ্দুস, বোদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মালেক, ক্রীড়া সংগঠক মোফাজ্জল হোসেন বিপুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন