পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পাট চাষে আগ্রহ হারাচ্ছেন পীরগাছার কৃষকরা

পাটের আঁশ ছাড়াচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা
পাটের আঁশ ছাড়াচ্ছেন কৃষকরা। ছবি : কালবেলা

বাংলাদেশের সোনালি আঁশ খ্যাত পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন রংপুরের পীরগাছার কৃষকরা। অতি খরা, উৎপাদন খরচ বৃদ্ধি, কৃষি শ্রমিকের অতিরিক্ত মজুরি, জাগ দেওয়ার সময় পানির সংকট, খরচের তুলনায় দাম না পাওয়া, অন্য আবাদের দিকে ঝুঁকে পড়াসহ নানা কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন সেখানকার কৃষকরা।

সরেজমিনে আদম কুটিপাড়া গ্রামের কৃষক আফতাব উদ্দিন বলেন, বর্তমানে ১ বিঘা জমির পাট কাটতে কৃষি শ্রমিকদের দিতে হয় ৫ হাজার টাকা। পাটের আঁশ ছাড়াতে দিতে হয় আরও ৫ হাজার টাকা। এর সঙ্গে জমি চাষ, বীজ, সার, কীটনাশক, পানি সেচ সবমিলে প্রায় ১৫-১৬ হাজার টাকা খরচ হয়। পাট হয় ৫-৬ মণ। পাটের বর্তমানে যে বাজার তাতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তোলাই মুশকিল।

শিবদেব গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, কৃষি শ্রমিকের মজুরি বেশি হওয়ার কারণে পাট আবাদে এখন খরচ বেশি। সেই তুলনায় উৎপাদন কম। তবে যারা নিজে খাটতে পারে তারা একটু লাভ করতে পারে। আগে অনেক জমিতে পাট চাষ করতাম। এবার মাত্র ২৪ শতক জমিতে পাটের চাষ করেছি। পাটের চেয়ে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন ভুট্টা চাষে ঝুঁকছেন।

এদিকে এ উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতে পাটের চাষ মোটামুটি লক্ষ করা গেলেও অন্যান্য এলাকায় পাটের চাষ অনেকটা কম। ওইসব এলাকার কৃষকরা বলছেন, বেশ কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে পাট জাগ দেওয়ার সময় পর্যাপ্ত পানি থাকছে না। আগেরকার দিনে পুকুর-ডোবা-নালায় এই সময়টায় পর্যাপ্ত পানি থাকত। এখন পুকুরে মাছ চাষ করার কারণে সেখানে আর পাট জাগ দেওয়া হয় না। বিল যে দুই-চারটা আছে তাও অনেক দূরে দূরে। ডোবা, নালায় পানি না থাকায় পাট কেটে বৃষ্টির পানির অপেক্ষায় জমিতেই ফেলে রাখতে হয় দিনের পর দিন। সময়মতো পাট না জাগ দিতে পারায় অনেক সময় পাটের আঁশ মানসম্মত হয় না। ফলে দামও ভালো পাওয়া যায় না। এমনকি বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে অনেক পাট শুকিয়েও যায়। পাট চাষে আগ্রহ কমার এটা একটা বড় কারণ।

পাট ব্যবসায়ী মো. আশিকুর রহমান বলেন, এবার আমরা মানভেদে প্রতি মণ পাট ২৬০০ থেকে সর্বোচ্চ ৩৪০০ টাকা দরে কিনছি। গত বছরের তুলনায় এবার বাজারে পাট অনেক কম। কৃষকরা খরচের তুলনায় দাম পান না। তাই পাট চাষ কমছে। মিল-কারখানাগুলো বন্ধ। বিদেশে রপ্তানি হচ্ছে না। যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত তিন বছরের পাট এখনো আমরা বিক্রি করতে পারিনি। গোডাউনে পড়ে আছে। আমরা ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ বছর এই উপজেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে। আমরা আশা করছি প্রায় ৪ হাজার ৭৭০ বেল পাট আমরা পাব। যেসব ইউনিয়নে পানির সংকটের কারণে কৃষকরা পাট জাগ দিতে পারছেন না তাদের আমাদের কয়েকটা বিল আছে সেখানে পাট জাগ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১০

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১১

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১২

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৩

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৪

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৫

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৭

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৮

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

২০
X