ঢাকার সাভারের আশুলিয়ায় তানজিলা টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল ও শামীমের বিরুদ্ধে।
গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই কারখানার সামনে শোডাউনসহ কারখানা কর্তৃপক্ষকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ঝুট ব্যবসা নিয়ে ইতোমধ্যে কারখানা কর্তৃপক্ষ তিনজনের সঙ্গে চুক্তি করেছেন। তবে রুবেল ও শামীম গত ৭-৮ দিন ধরে ঝুটের ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
সরকারের পতনের পর থেকেই উপজেলার বাড়ইপাড়া এলাকায় রুবেল ও শামীমের চক্রটি ওই অঞ্চলের বিভিন্ন কারখানার ব্যবসা দখলের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তারা একটি কারখানার ঝুটের ব্যবসা দখলে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় তানজিলা টেক্সটাইলেও দখলের চেষ্টা করছেন তারা।
তানজিলা টেক্সটাইলের মালিকপক্ষের এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পারেন স্বেচ্ছাসেবক দলের (ঢাকা জেলা) সদস্য সচিব আসাদুজ্জামান মোহন। পরে তিনি খোঁজ নিতে ওই কারখানায় যান। বিষয়টি জানতে পেরে কারখানার সামনে শোডাউন দেন রুবেল ও শামীমের অনুসারীরা। পরে মোহন তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কারখানা থেকে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক চুক্তিবদ্ধ ঝুট ব্যবসায়ী জানান, কারখানায় ঝুট নেওয়ার বিষয়ে কিছু সমস্যা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে রুবেল ও শামীম ব্যবসাটি করবেন কারখানা কর্তৃপক্ষকে বলেছন এমন বিষয় শুনেছি।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, আমি কারখানার এক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলার সময় ওই এলাকার কারখানায় কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটিও বোঝার চেষ্টা করেছিলাম। পরে এসব অভিযোগ শুনেছি।
এ বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল ও শামীমের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন