কুমিল্লার সদর দক্ষিণে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিনের স্ত্রী মরিয়ম আকতার মিতু (২৮) ও তার ছেলে আলভী (১৬)। তবে মোটরসাইকেলচালক ইয়াছিন (বাবা) অক্ষত রয়েছেন।
জানা যায়, দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে কুমিল্লা থেকে চৌদ্দগ্রামের মিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, দুর্ঘটনার মা-ছেলে নিহত হওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন