রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশা নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। পরে এ নিয়ে বন্দিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাবন্দি ছিলেন। সকালে তার মৃত্যু হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বন্দিদের মধ্যে সংঘর্ষ হয়। কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন।
এদিকে, কারাগারের বাইরে র্যাব ও পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা।
রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, কযেদিদের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
মন্তব্য করুন