বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনে আহত আবু বকরের অবস্থা সংকটাপন্ন

আবু বকর। ছবি : সংগৃহীত
আবু বকর। ছবি : সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার শিকার কিশোর আবু বকরের (১৬) অবস্থা সংকটপন্ন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর একটি ট্রমা সেন্টারের লাইফ সাপোর্ট থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আবু বকর জেলার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লাবাড়ির আবুল খায়েরের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেবিদ্বার সরকারি কলেজ রোডে কোটা আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের নৃশংস হামলার শিকার হন আবু বকর। এ সময় তাকে প্রথমে পিটিয়ে এবং পরে কুপিয়ে মারাত্মক আহত করা হয়।

তার বড় ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাইয়ের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। হামলায় মারাত্মক আহত ভাইকে নিয়ে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তার অবস্থা ভালো না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ১০ আগস্ট কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে এনে চিকিৎসার ব্যবস্থা করি। আইসিইউতে রাখতে বিপুল অর্থের প্রয়োজন। আমাদের সেই সামর্থ্য নেই।

শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজন ও সহপাঠীরা আইসিইউর সামনে বসে আছেন। চিকিৎসরা তার অবস্থা শংকটাপন্ন বলায় কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন।

এদিকে খবর পেয়ে তার চিকিৎসায় এগিয়ে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার এবং দেবিদ্বার পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম শামীম। তাদের পক্ষ থেকে এরই মধ্যে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

কুমিল্লা ট্রমা (প্রা.) হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুল হক বলেন, আইসিইউতে থাকা ওই কিশোরের মাথায় সবচেয়ে বেশি আঘাত লেগেছে। তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। কিন্তু ব্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় নিউরো সায়েন্সে পাঠিয়েছি। এ অবস্থা থেকে রোগীর ফিরে আসার সম্ভাবনা কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১০

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১১

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১২

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৩

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৪

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১৫

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১৬

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১৭

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৮

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৯

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

২০
X