কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

‘আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, তাকে মারল কেন’

আন্দোলনে নিহত তোফাজ্জল। ছবি : সংগৃহীত
আন্দোলনে নিহত তোফাজ্জল। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ছাত্র-জনতার আন্দোলন ও মিছিলে যোগ দেন তোফাজ্জল। গিয়েছিলেন অধিকার আদায়ের মিছিলে। কিন্তু ফিরে এলেন লাশ হয়ে। অকালেই ঝরে গেল তরতাজা যুবক তোফাজ্জলের প্রাণ। আদরের সন্তান তোফাজ্জলের মৃত্যুর পর থামছে না পরিবারের সদস্যদের কান্না।

বিশেষ করে তোফাজ্জলের মা হারেছা খাতুন বলেন, ‘আমার ছেলে তো কোনো অন্যায় করেনি? তবে কেন তারে কুপাইয়া প্রাণে শেষ করে দেওয়া হলো?’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তোফাজ্জল। তার বয়স ২০ বছর। তারা দুই ভাই ও তিন বোন। ভাইদের মধ্যে তোফাজ্জল বড়। জীবিকার তাগিদে প্রায় ৩ বছর আগে গাজীপুরের আরএকে সিরামিক্স কোম্পানিতে শ্রমিকের কাজ শুরু করেন তিনি। পিতৃহীন সংসারের হাল ধরতে তোফাজ্জল তার মা হারেছা এবং ছোট ভাই মোফাজ্জলকে নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পাড়ি জমান। কাজ শুরু করেন আরএকে সিরামিক্স কোম্পানিতে। স্বপ্ন ছিল চাকরি করে অর্থ উপার্জনের মাধ্যমে সংসার সাজাবেন। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।

পারিবারিক সূত্র জানায়, প্রতিবাদী এই যুবক চলতি বছরের ৪ আগস্ট ভালুকার জৈনা বাজার এলাকায় অংশ নেন ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মিছিল থেকে ধরে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন করে দেয়।

তার ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, ভাই আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বেসরকারি দুটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ওই হাসপাতাল দুটোতে ভর্তি না করায় অবশেষে শ্রীপুর উপজেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে ৫ আগস্ট সন্ধ্যার আগে তার মরদেহ আনা হয় পিজাহাতি গ্রামের বাড়িতে। সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফুফুর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) সরেজমিনে দেখা যায়, তার দোচালা টিনের ঘরটিতে তালা ঝুলছে। মা, ছোট ভাই এবং বোনেরা যার যার কাজে চলে গেছেন। মুঠোফোনে তার বড় বোন আকলিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে, কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ভাইয়ের কোনো অন্যায় ছিল না। সে গিয়েছিল অধিকার আদায়ের মিছিলে। কিন্তু আমার ভাইকে সন্ত্রাসীরা ধরে নিয়ে কুপিয়ে ডান পা আলাদা করে দেয়। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল। সে বিয়ে করবে, সাজাবে সুন্দর সংসার। পরিবারের সদস্যদের ভরণ-পোষণ ও আমাদের বিয়ে দিতে গিয়ে সংসারে প্রায় ২ লাখ টাকা ঋণ করতে হয়েছে। আমার ভাই চেয়েছিল সেই ঋণের টাকা কাজ করে পরিশোধ করবে। কিন্তু সন্ত্রাসীরা আমার ভাইয়ের সেই স্বপ্ন আর পূরণ হতে দেয়নি। আমি সরকারের কাছে ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই। সেই সঙ্গে আমার ভাই মরে যাওয়াতে অসহায় হয়ে যান আমার মা। মায়ের ভরণ-পোষণ ও সংসার পরিচালনার জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চাই। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। যেন আমার ভাই শান্তিতে ঘুমাতে পারে।

কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম হিলালীকে নিয়ে তোফাজ্জলের বাড়িতে গিয়েছি। তার কবরের পাশে গিয়ে দোয়া করেছি। সরকার যেন তার পরিবারের সব দাবি পূরণ করে সে দাবিটুকু আমরাও করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে মুসলিম দেশ

১৩ মে : আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিলেটে বিপুল ইয়াবাসহ আটক ২ 

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী আটক

বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতা-কর্মী কারাগারে

পদত্যাগের হিরিক বৈষম্যবিরোধী বাঙলা কলেজ শাখায়

ঢাবির সূর্য সেন হলে ঠাণ্ডা পানির মেশিন বসালো শিবির

ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইস্যুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি

১০

কঠোর গোপনীয়তার মাধ্যমে বিলুপ্ত হলো এনবিআর

১১

পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতে কাজাখস্তান যাচ্ছে বাংলাদেশের A1 Esports

১২

পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ নিয়ে নানা গুঞ্জন

১৩

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার 

১৪

আইইবির সাবেক কাউন্সিল সদস্য প্রকৌশলী শফিকুল ইসলাম আর নেই

১৫

স্মার্ট কার্ড জটিলতায় টিসিবির খাদ্যপণ্য পাচ্ছে না ১৮ হাজার পরিবার

১৬

সফলভাবে সম্পন্ন হলো ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’

১৭

ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতাকে বহিষ্কার

১৮

একপাশে অটোরিকশা স্ট্যান্ড, অন্যপাশে ময়লার ভাগাড়

১৯

সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে

২০
X