কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ৪ কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

গাজীপুরে ৪ কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরে ৪ কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

বকেয়া বেতন, মজুরি বৈষম্য দূরসহ বেশ কিছু দাবিতে গাজীপুরের মোগরখাল, চন্দ্রা ও টঙ্গী ও জিরানী এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটে নাকাল হয়ে পড়েন হাজার হাজার যাত্রী।

বুধবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ আন্দোলন চলে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বকেয়া বেতনের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ করে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে ৩ হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের জুলাই মাসের মজুরি মঙ্গলবার (২০ আগস্ট) পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

এদিকে গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ শ্রমিকেরা খাড়াজোড়া এলাকায় গাছের গুঁড়িসহ বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার নাম করে নানা তালবাহানা করে আসছেন। তিন মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মানবতার জীবনযাপন করতে হচ্ছে। তাই বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসেছেন। এ ছাড়া একই দাবিতে কাশিমপুর থানার জিরানী এলাকায় আন্দোলনে নামে বেঙ্গল কারখানার শ্রমিকরা।

এ ছাড়া টঙ্গীর চেরাগ আলী এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার অস্থায়ী শ্রমিকরা ৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে চেরাগআলী-স্কুইব রোড অবরোধ ও বিক্ষোভ করে।

এখানে আন্দোলনরত শ্রমিকরা জানান,বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা কর্তৃপক্ষ অস্থায়ী শ্রমিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করে আসছে। কারখানায় নিম্নমান, মধ্যমমান ও উচ্চমানের খাবার তৈরি করা হয়। যারা অস্থায়ী শ্রমিক, তাদের কারখানা কর্তৃপক্ষ অতিরিক্ত পরিশ্রম করালেও নিম্নমানের খাবার দেওয়া হয়। এ ছাড়া এ কারখানায় চরম বেতন বৈষম্য বিরাজ করছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এ ছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয় করার চেষ্টা চলছে । এরই মধ্যে চন্দ্রা ত্রিমোড়, জিরানী এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

১০

৫০তম বিসিএসের প্রিলি আজ

১১

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৯

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

২০
X