সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০১:০৫ এএম
অনলাইন সংস্করণ

সাভারে ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নাজমুস সাকিব ও মো. ইমদাদুল হক।
নাজমুস সাকিব ও মো. ইমদাদুল হক।

সাভার থেকে প্রায় দুই যুগ ধরে প্রকাশিত দৈনিক ফুলকির সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী জনৈক মো. শাহীনুর ইসলাম।

জানা যায়, গত ২৭ তারিখে ফুলকিতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে একটি সংবাদ ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী’ এই শিরোনামের নিউজে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবির বদলে ভুলবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশিত হয়। এ ঘটনার পরেরদিন ২৮ জুলাই ফুলকিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে সম্পাদক পত্রিকায় একটি সংশোধনী প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাভার মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের করে। পরে থানায় মামলা নথিভুক্ত হয়।

অনাকাঙ্ক্ষিত এই ভুলকে পুঁজি করে উল্টো পত্রিকাটির সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাতে শুরু করে। তাদের অপপ্রচারের ধরন দেখে মনে হচ্ছিল, তারা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দুইদিন পর শনিবার ভোর রাতে সাভার মডেল থানায় পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক মো. ইমদাদুল হককে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক পরিচয়দানকারী শাহীনুর ইসলাম নামে এক ব্যক্তি।

এদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকে ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে ফুলকির কোন সম্পর্ক নেই। আমি আমাদের নতুন সময় পত্রিকার সাভার সংবাদদাতা হিসেবে কাজ করছি বহুদিন থেকে। কে বা কারা কোন হীন উদ্দেশে আমার নামে মামলায় দিয়েছে তা আমার জানা নেই।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপকচন্দ্র সাহা বলেন, অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা নিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ‘গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে’- এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করেন সাভারের বিরুলিয়ার শ্যামপুরের বাসিন্দা শাহীনুর ইসলাম ওরফে ধ্রুব নয়ন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সাভার প্রেসক্লাবের সভাপতি ও ফুলকির সম্পাদক নাজমুস সাকিব বলেন, আমি পবিত্র হজ পালন করে ৪১ দিন পরে ২৫ জুলাই দেশে আসি। তারপরের দিন ২৬ জুলাই রাতে পত্রিকার মেকআপে পেছনের পাতায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের নিউজটি বসানো হয়। সেই নিউজে ভুলবশত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়। যা পরেরদিন ২৭ জুলাই ছাপা হয়। ফুলকিতে এ ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে পরেরদিন ২৮ জুলাই সংশোধনী প্রকাশ করা হয়েছে। কিন্তু তারপরও সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে এ মামলায় আমার সঙ্গে অন্য একটি পত্রিকার সাংবাদিককেও আসামি করা হয়েছে। এভাবে সংবাদপত্রের কণ্ঠ চেপে ধরা হলে দেশে সংবাদপত্র প্রকাশ করা দুঃসাধ্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, এর আগেও ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগ এনে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা মামলা দায়ের করে। মামলার বাদী ছিলেন যুবলীগ নেতা ফরিদ আল রাজী নামের এক ব্যক্তি । পরে আদালত বিষয়টি পর্যালোচনা এবং তদন্ত করে কোন প্রমাণ না পেয়ে মামলাটি নিস্পত্তি করে দেন।

সাকিব বলেন, আমি সাভার প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি। এর আগেও পরপর চারবার সাভার প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার সঙ্গে বারবার নির্বাচনে হেরে গিয়ে আমাকে হেয় করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবারও তাদের সে ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটারশক : ভূমিকম্প গবেষণা কেন্দ্র 

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগের জন্য ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’ উদ্বোধন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ 

ন্যায়ভিত্তিক ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

বাংলায় জন্ম, তবু শুদ্ধ উচ্চারণে ব্যর্থ কেন

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নির্বাচন বিলম্ব করতে এখনো ষড়যন্ত্র চলছে : আমীর খসরু

১০

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের স্কোয়াড নিয়ে মিলল আভাস

১১

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

১২

ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের নতুন ছবি-ভিডিও প্রকাশ, জানা গেল কারণ

১৩

যাত্রীবাহী গাড়ি থেকে বিপুল জাটকা জব্দ

১৪

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি ‘শ্বাসকষ্ট’

১৫

পিরিয়ডে পেটব্যথা, কমবে ভেষজ চায়ে

১৬

জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

১৭

সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ

১৮

সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন তাইজুল

১৯

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

২০
X