কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কালিয়াকৈরে শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ হওয়া মহসড়ক ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
কালিয়াকৈরে শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ হওয়া মহসড়ক ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ছয় ঘণ্টার জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে উত্তরবঙ্গ থেকে আসা দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনের যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

জানা যায়, শ্রমিকদের শান্ত করতে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে শ্রমিকদের ক্ষোভ সামাল দিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

দুপুরে পরিস্থিতি স্বাভাবিক করতে মাহমুদ জিন্স কারখানার ম্যানেজিং ডিরেক্টর রাফি আহমেদ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় শ্রমিকরা মালিকের উদ্দেশ্যে ছয় দফা দাবি প্রস্তাব করেন। দাবি না মানা হলে মহাসড়ক অবরোধ করে অবস্থান করার হুঁশিয়ারি দেন তারা। পরবর্তীতে মালিক পক্ষ ও সেনাবাহিনীর সদস্যরা কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর দীর্ঘ ৬ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, দুই মাস ধরে বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। চলতি মাসের ১৪, ১৮ ও ২২ তারিখ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও মালিকপক্ষ তা রাখেনি। ২১ তারিখ আন্দোলনের মুখে মালিকপক্ষ ২২ তারিখ বেতন দেওয়ার শেষ সময় নির্ধারণ করে, কিন্তু কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টে বেতন প্রদান করা হলেও বাকিদের শুধু বেতনের খুদে বার্তা পাঠানো হয়। এ সময় শ্রমিকরা ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X