লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

লালমাইয়ে পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার

পাহাড়ি ঢলে কুমিল্লার লালমাই উপজেলার শতাধিক পরিবার পানিবন্দি। ছবি : কালবেলা
পাহাড়ি ঢলে কুমিল্লার লালমাই উপজেলার শতাধিক পরিবার পানিবন্দি। ছবি : কালবেলা

ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কুমিল্লার লালমাই উপজেলার প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নই বন্যার কবলে পড়েছে। এমতাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও ভূলইন উত্তর ইউনিয়ন। হাঁটু সমান পানিতে ডুবে গেছে গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়, বাগমারা উচ্চ বিদ্যালয়, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়, ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা, পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যার পানিতে মিশে গেছে লাখ লাখ টাকার মাছ। কোমর সমান পানিতে ডুবেছে বাড়িঘর-রাস্তাঘাট। এমন পরিস্থিতিতে দুই দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার অনেক গ্রাম। সংকট দেখা দিয়েছে সুপেয় পানির।

ফরহাদ হোসেন আনাস নামে শিকারপুর গ্রামের এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকালেই বন্যার পানিতে তলিয়ে গেছে তার একমাত্র বসতঘর। আপাতত পরিবার নিয়ে ভাইয়ের বাসায় থাকছেন তিনি। সেটাও যে কোনো সময় তলিয়ে যেতে পারে। তাই দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় সময় যাচ্ছে তার। গ্রামের অনেকে জাল ছিটিয়ে মাছ ধরলেও ফরহাদের সে আনন্দ আর তাগাদা নেই। কারণ, তার সারাজীবনের অর্জন পানিতে ভাসছে।

বেলঘর এলাকার বাসিন্দা এসএম কামাল জানান, গত এক যুগেও বন্যার এমন ভয়াবহ পরিস্থিতি দেখেনি এ অঞ্চলের মানুষ। যেটি ১৯৮৮ এবং ১৯৯৮ সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে। সর্বনাশা এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেলঘর উত্তর ইউনিয়নের মানুষ। এখানকার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রিত মানুষের অভাব নেই। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন।

নিখাদ মজুমদার নামে এক মৎস্যচাষি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ১৫ একর জমিতে ১১টি মাছের ফিশারি ছিল। চোখের ফলকে বন্যার পানি ভাসিয়ে নিল সব ফিশারির মাছ। প্রতিটি প্রজেক্টের পাড় থেকে প্রায় ৫-৬ ফিট উপরে উঠে গেছে পানি। তাই শত চেষ্টা করেও মাছ আটকাতে পারিনি। আমার মতো অনেক মাছচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার প্রায় পাঁচ শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন। ঘর থেকে বের হতে পারছেন না তারা। উপজেলার প্রায় ২ হাজার নারী, পুরুষ ও শিশু আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। তাদের খাবার সরবরাহ করা হচ্ছে এবং নিয়মিত তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

লালমাই ইউএনও মোহাম্মদ হেলাল চৌধুরী জানান, উপজেলার তিনটি স্থায়ী আশ্রয়কেন্দ্রসহ পুরো উপজেলায় ৬৭টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। আশ্রিতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের উপজেলা প্রশাসন থেকে ১২ টন চাল দেওয়া হয়েছে। এছাড়াও যেখানে যা প্রয়োজন হচ্ছে আমরা তা দিচ্ছি এবং নিয়মিত মনিটরিং করছি। সরকারের পাশাপাশি পানিবন্দিদের সহযোগিতায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোও এগিয়ে এসেছে। তারাও কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১০

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১১

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১২

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৩

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১৪

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৫

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৬

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৭

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৮

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৯

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

২০
X