শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাজারের খাদেম হত্যায় ভগ্নিপতির ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন

জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা
জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় একটি মাজারের খাদেম জামাল উদ্দিন খাজাকে হত্যার ঘটনায় নিহতের ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রাণীরহাট বয়রাদিঘি গ্রামের মৃত আছিমুদ্দিন প্রামাণিকের ছেলে নিহতের ভগ্নিপতি মোজাফফর হোসেন ও বগুড়া শহরের পূর্ব বৃন্দাবনপাড়ার নিহত খাদেম জামাল উদ্দিন খাজার স্ত্রী জেসমিন আকতার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাসিমুল বারী হলি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর মামলায় কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও পুলিশের তদন্তে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সম্পৃক্ততা মেলে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার দুজনের বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ নভেম্বর রাতে শহরতলীর ফুলদিঘি গ্রামে বাদী জেমস রিমনের ফুফু মারা যান। বাদী তার বাবা-মায়ের সঙ্গে পরেরদিন সকালে সেখানে জানাজায় অংশ নিতে যান। জানাজার পরে তিনি ও তার মা বাড়িতে ফিরলেও তার বাবা সেখানেই ছিলেন। তারা বাড়ি ফিরে ঘর তালাবদ্ধ করে পাশের বাসায় চাবি রেখে দুপুর পর সদর উপজেলার হরিপুর গ্রামে তার মা জেসমিনকে নানার বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে যান রিমন।

পরেরদিন সকালে তিনি বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় ভেতরে ঢুকে তার বাবা জামাল উদ্দিন খাজাকে কম্বল মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। কম্বল সরিয়ে দেখতে পান তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আসামি মোজাফর হোসেন আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিন বছর ধরে নিহতের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল মোজাফর। এ নিয়ে তাদের নিহত জামাল উদ্দিন খাজা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি মোজাফ্ফর হোসেন লোহার শাবল দিয়ে হত্যা করে জামালকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X