বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাজারের খাদেম হত্যায় ভগ্নিপতির ফাঁসি ও স্ত্রীর যাবজ্জীবন

জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা
জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় একটি মাজারের খাদেম জামাল উদ্দিন খাজাকে হত্যার ঘটনায় নিহতের ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রাণীরহাট বয়রাদিঘি গ্রামের মৃত আছিমুদ্দিন প্রামাণিকের ছেলে নিহতের ভগ্নিপতি মোজাফফর হোসেন ও বগুড়া শহরের পূর্ব বৃন্দাবনপাড়ার নিহত খাদেম জামাল উদ্দিন খাজার স্ত্রী জেসমিন আকতার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাসিমুল বারী হলি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর মামলায় কোনো আসামির নাম উল্লেখ না থাকলেও পুলিশের তদন্তে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সম্পৃক্ততা মেলে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার দুজনের বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ নভেম্বর রাতে শহরতলীর ফুলদিঘি গ্রামে বাদী জেমস রিমনের ফুফু মারা যান। বাদী তার বাবা-মায়ের সঙ্গে পরেরদিন সকালে সেখানে জানাজায় অংশ নিতে যান। জানাজার পরে তিনি ও তার মা বাড়িতে ফিরলেও তার বাবা সেখানেই ছিলেন। তারা বাড়ি ফিরে ঘর তালাবদ্ধ করে পাশের বাসায় চাবি রেখে দুপুর পর সদর উপজেলার হরিপুর গ্রামে তার মা জেসমিনকে নানার বাড়িতে রেখে শ্বশুরবাড়িতে যান রিমন।

পরেরদিন সকালে তিনি বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় ভেতরে ঢুকে তার বাবা জামাল উদ্দিন খাজাকে কম্বল মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। কম্বল সরিয়ে দেখতে পান তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আসামি মোজাফর হোসেন আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তিন বছর ধরে নিহতের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল মোজাফর। এ নিয়ে তাদের নিহত জামাল উদ্দিন খাজা নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি মোজাফ্ফর হোসেন লোহার শাবল দিয়ে হত্যা করে জামালকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১০

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১১

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১২

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৩

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১৫

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৭

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৮

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৯

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

২০
X