বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) বিকেলে নড়িয়ায় এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন : পালকি পাঠিয়ে কাউকে নির্বাচনে আনব না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিকেলে নড়িয়ার মাজেদা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নড়িয়া বাজারে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করেছে। তারা আবারও তাদের পুরোনো রূপে ফিরে এসেছে, নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমাণ হয়, তারা শান্তি চায় না। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এসব ষড়যন্ত্র মোকাবিলা করবেন। তাই বলতে চাই, আগামী নির্বাচনেও আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আজগর আলী চুন্নু, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মৃধা, পৌর আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল বন্ধু কছি, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন