ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চারপাশে পানি, রান্নাঘরের মেঝেতেই মাকে সমাহিত করলেন সুকুমার

ফেনীতে বন্যার পানিতে দাহ করতে না পারায় প্রিয়বালা বর্মণ নামে এক বৃদ্ধাকে রান্নাঘরের মেঝেতেই সমাহিত করা হয়। ছবি : কালবেলা
ফেনীতে বন্যার পানিতে দাহ করতে না পারায় প্রিয়বালা বর্মণ নামে এক বৃদ্ধাকে রান্নাঘরের মেঝেতেই সমাহিত করা হয়। ছবি : কালবেলা

ফেনীতে শতাব্দীর ভয়াবহ বন্যার এবার এক হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে। বন্যা পরিস্থিতিতে চারদিকে থইথই পানি থাকায় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের প্রিয়বালা বর্মণ নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে দাহ করতে না পারায় রান্নাঘরের মেঝেতেই সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন প্রিয়বালা বর্মণ। গত ২১ আগস্ট সন্ধ্যার পর বন্যার পরিস্থিতির অবনতি হলে ঘরে পানি প্রবেশ করে। রাত বাড়ার সঙ্গে ঘরে পানিও বৃদ্ধি পেতে থাকে। তখনো মা প্রিয়বালাকে নিয়ে ছেলে সুকুমার চন্দ্র বর্মণ, তার স্ত্রী ও সন্তানরা ঘরে অবস্থান করছিলেন। একপর্যায়ে মাকে পানি থেকে বাঁচাতে ঘরের মধ্যে মাচা করে সেখানে রাখেন ছেলে। একরকম অনাহারে ছয় দিন কাটানোর পর মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন প্রিয়বালা। এক পর্যায়ে প্রিয়বালার শারীরিক অবস্থার অবনতি হলে ছেলে সুকুমার একটি নৌকা ভাড়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রাস্তা থেকে মায়ের মরদেহ নিয়ে আবার ঘরে ফিরে আসেন সুকুমার। কিন্তু এলাকার চারদিকে তখনো থইথই পানি। স্থানীয় শ্মশানে দাহ করার মতো কোনো অবস্থা নেই। পরে কোনো উপায় না পেয়ে ঘরের মেঝেতেই মাকে সমাহিত করেন।

এ ব্যাপারে সুকুমার চন্দ্র বর্মণ বলেন, দর্জির কাজ করে সামান্য আয়ে অসুস্থ মা ও পরিবার নিয়ে কোনোমতে সংসার চলত। সেদিন মরদেহ নিয়ে বাড়ি ফিরে দেখি রান্নাঘর বাদে অন্য সব কক্ষে পায়ের পাতা পর্যন্ত পানি ছিল। পরে রান্নাঘরেই সমাধিস্থ করার জন্য মাটি খোঁড়া শুরু করি। একপর্যায়ে গর্তের মধ্যে পানি উঠা শুরু করে। একদিকে মাটি খুঁড়ছিলাম, আরেকদিকে আমার স্ত্রী পানি সেচে ফেলছিলেন। পরে কোনো রকমে মাকে সেখানে সমাহিত করেছি।

সুকুমার আরও বলেন, এমন ভাগ্য কারো না হোক। কখনো এ পরিস্থিতির মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। বন্যায় মরদেহ পানিতে ভাসিয়ে দেওয়ার কথা জানলেও কোনোভাবে সাহস করতে পারিনি। সেজন্যই পাকের ঘরের (রান্নাঘর) মেঝেতে সমাহিত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১০

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১১

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৩

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৪

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৫

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৭

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৮

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

২০
X