কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পর্শে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট-বাজারে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুস ছালাম।
আরও পড়ুন : জুড়ীতে বিদ্যুৎস্পর্শে দম্পতির মৃত্যু
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠমিস্ত্রি আব্দুস ছালাম।
এ সময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যুতের তারে স্পর্শিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার এ এস এম সায়েম বলেন, ওই রোগীকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন