কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরের সাবেক এমপি আজিজসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম। ছবি : কালবেলা
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম। ছবি : কালবেলা

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামসহ ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কেশবপুরের আলতাপোল গ্রামের মিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার মামলাটি করেন।

সোমবার (২ সেপ্টেম্বর) কেশবপুর থানার ওসি জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার সাবদিয়া এলাকার দবির হোসেনের ছেলে কবির হোসেন, বাবলু গাজীর ছেলে টিপু সুলতান, ব্রহ্মকাটি এলাকার মৃত রফিক খন্দকারের ছেলে শরিফুল ইসলাম, জহর মোড়লের ছেলে আব্দুল্লাহ আল মামুন।

আলতাপোল এলাকার মৃত জাহাঙ্গীর কবিরের ছেলে সৌরভ হোসেন, বালিয়াডাঙ্গা এলাকার মো. হাসান, খতিয়াখালি গ্রামের অধ্যায়িত দাসের ছেলে শ্রীকান্ত দাস, ব্যাসডাঙ্গা গ্রামের নিজামউদৌলার ছেলে তানজিম ও পারভেজ।

ব্রহ্মকাটি এলাকার লতিফ গাজীর ছেলে তরিকুল ইসলাম, লক্ষ্মীনাথকাটি গ্রামের আলাউদ্দিন দপ্তরির ছেলে তরিকুল ইসলাম, ব্রহ্মকাটি এলাকার তবিবার রহমানের ছেলে তুষার, আব্দুর রহমানের ছেলে জামির হোসেন।

বালিয়াডাঙ্গা এলাকার রাজার ছেলে আশিক, পাথরা গ্রামের হালিমের ছেলে পারভেজ, শহরের সাহাপাড়া এলাকার কার্তিক সাহার ছেলে প্রান্ত সাহা, বালিয়াডাঙ্গা এলাকার দীপু দাসের ছেলে সুজন দাস, মাগুরাডাঙ্গা গ্রামের মারুফ হোসেন ও চিংড়া গ্রামের তুহিন রেজাসহ অজ্ঞাতনামা ২০/৩০ জন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে সাধারণ শিক্ষার্থীরা কেশবপুর কলেজ মাঠে আসতে শুরু করে।

এ সময় কেশবপুরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামের নির্দেশে আসামিরা কলেজ মাঠে এসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় অহিদুর রহমান অন্তু, আব্দুল হালিম অটল, সাহেদ আলী, মাছুম, মিরাজ ও পলাশ আহত হন।

ওসি জহিরুল আলম কালবেলাকে বলেন, সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামসহ ২০ জনের নামে শিক্ষার্থীদের উপর হামলা, মারধর ও ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X