ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা ঘটনায় স্বামী রইচ মণ্ডলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) রাত ৩টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (৩০ জুলাই) রাতে পদমদী গ্রামে স্ত্রী নাজমা খাতুনকে শ্বাসনালী কেটে হত্যার পর পালিয়ে যায় স্বামী রইচ মণ্ডল।
আরও পড়ুন : শৈলকুপায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার শৈলকুপার পদমদী গ্রামে নাজমা খাতুন নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে তার স্বামী রইচ মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় প্রযুক্তির মাধ্যমে পলাতক রইচ মণ্ডলকে সোমবার রাত ৩টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমার স্বামী রইচ ঘুমন্ত স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
জিজ্ঞাসাবাদে রইচ মণ্ডল আরও জানান, ‘তিনি দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নাজমা খাতুন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এ ঘটনা থেকেই ক্ষোভে রইচ মণ্ডল তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে।’
হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই নাজমুল শেখ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি আমিনুল ইসলাম।
নিহত নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে ও নাজমা খাতুনের স্বামী রইচ মণ্ডল একই উপজেলার চর ত্রিবেনী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।
মন্তব্য করুন