বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মো. জুনায়েদ হোসেন (১৭)-এর হত্যাকারীদের বিচারের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়াকেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসি দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
শহীদ মো. জুনায়েদ হোসেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকার শাহ আলম ফরাজির বড় ছেলে। সে ঢাকার মিরপুর-১০ এ একটি কম্পিউটারের দোকানে চাকরি করত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে মারা যায় জুনায়েদ।
মানববন্ধনে জুনায়েদের বাবা শাহ আলম ফরাজি কালবেলাকে বলেন, আমার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। আমি বিচারের জন্য মামলা করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমি প্রশাসনের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাইনি। আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই এবং আমার পরিবারের নিরপত্তা চাই।
মন্তব্য করুন