নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যাব)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুজন ও মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একজনকে গ্রেপ্তারের করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।
ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার শুনানি শেষে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করা আসামিরা হলেন- মামুন, শরীফ ও কাজল।
ব়্যাব-১১ এর অধিনায়ক জানান, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ত্বকী হত্যার সঙ্গে জড়িত এবং এর আগে গ্রেপ্তার হননি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় ত্বকী। পর দিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় ত্বকী সারা বিশ্বে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিলেন। দুদিন নিখোঁজ থাকার পর ৮ মার্চ সকালে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ত্বকীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে এই হত্যাকাণ্ডের জন্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ও ভাতিজা আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা রফিউর রাব্বী।
মন্তব্য করুন