বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, শেখ হাসিনা দেশে অরাজকতা ও মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন। সেজন্য তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় আগ্রাসী আচরণ করে। এগুলো বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র-সমাজ এগুলো বন্ধ করতে ভিন্নভাবে চিন্তা করবে। ভারতের সঙ্গে যত অবৈধ চুক্তি হয়েছে সেগুলো বাতিল করতে হবে। ভারত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল। আর এখন ভারত আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। তাদের মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার।
হাসিব আল ইসলাম বলেন, সীমান্তে নির্বিচারে বিএসএফ আমার ভাইবোনদের গুলি করে মেরে ফেলতেছে অথচ আমরা কিছুই করতে পারেনি। আমরা বলে দিতে চাই বাংলাদেশের বর্তমান সরকার ছাত্র-জনতার সরকার। সুতরাং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। ওইদিক থেকে যদি একটা গুলি ছুড়ে এদিক থেকে ১০টা গুলি চালাতে হবে।
তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে সকল ধর্ম ও মতের মানুষের। সকল ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এদিকে, ধারাবাহিক সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সফরকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম আবু তুরাবের বাসায় যান।
এ সময় তুরাবের মা মমতাজ বেগম ও ভাই আবুল আহসান মো. আজরফের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তারা। তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা।
সমন্বয়ক দলের সদস্যরা তুরাবের মা মমতাজ বেগমের উদ্দেশে বলেন, এক ছেলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছে। এখন লাখো ছেলে তাদের পাশে আছে। তুরাবের পরিবারের যেকোনো ধরনের প্রয়োজনে তারা পাশে।
মন্তব্য করুন