চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খুনের বদলা খুন চাই না, আমরা চাই সমতার চৌদ্দগ্রাম : ডা. তাহের

শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা
শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা খুনের বদলে খুন চাই না। আমরা চাই সমতার চৌদ্দগ্রাম। তবে যারা খুন ও হামলার সঙ্গে জড়িত, দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বৈরাচার সরকার গত ১৬ বছরে চৌদ্দগ্রামে খুনের রাজত্ব কায়েম করেছিল। তারা জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে অন্যায়ভাবে খুন করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শিবিরের ২১৮তম শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা চাই সবার সমতায় একটি চৌদ্দগ্রাম। যে চৌদ্দগ্রামে থাকবে না কোনো বৈষম্য, অন্যায়, জুলুম, অত্যাচার। শুধু থাকবে শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও প্রতিহিংসাবিহীন চৌদ্দগ্রাম।

তিনি বলেন, চৌদ্দগ্রামে বিগত ১২ বছরে আমার বাবা-মায়ের কবর জিয়ারত করতেও দেয়নি এই স্বৈরাচার সরকার। একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমিসহ শতশত নেতাকর্মীকে মাসের পর মাস জেলহাজতে রেখেছে। আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন। কিন্তু তারা হতে দেয়নি। তারা সাজানো ও পাতানো নির্বাচন করে ক্ষমতাকে বারবার কুক্ষিগত করেছে।

জামায়াতের নায়েবে আমির আরও বলেন, এ দেশের ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শুধু ক্ষমতা ছাড়েনি, দেশ থেকেই পালিয়েছে। কেননা এমন জুলুম তারা করেছিল এ দেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। তাই তারা দেশ থেকে পালিয়েছে।

শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমির মু. আবদুস সাত্তার।

বর্তমান আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমির মাহজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভালো নেই শহীদ সুজনের পরিবারের সদস্যরা

শেখ হাসিনা ও স্বৈরাচার পুনর্বাসন মানে দেশ হবে বধ্যভূমি : রিজভী

ইতালির ভিসাপ্রত্যাশীদের সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

মহাকাশে বসেই মার্কিন নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন নভোচারী!

সেই ম্যাজিস্ট্রেট উর্মিকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি

গুম-খুনে জড়াবে না র‍্যাব : মহাপরিচালক

পরীর উপলব্ধি 

টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ

পূজা নিয়ে সত্য ঘটনা মিডিয়ায় তুলে ধরতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

৫৭ বছর পর পাওয়া গেল বিয়ের হারানো ভিডিও

১১

মেসি ফিরলেও দুর্দশায় আর্জেন্টিনা

১২

বিপ্লব পরবর্তী দুর্গাপূজা উপলক্ষে নিবেদন / জুলাই বিপ্লব ’২৪ নিয়ে কবিতা

১৩

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ

১৪

প্রতিদিন টাকা নেওয়া হচ্ছে ট্রাক ভরে

১৫

এক ইলিশের দাম ৬৮০০ টাকা

১৬

বরিশালে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

১৭

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

১৮

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, ২০০ মানুষ আটকে পড়ার আশঙ্কা

১৯

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X